জ়িনেদিন জ়িদান। —ফাইল চিত্র।
আগামী বিশ্বকাপের পর ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেবেন দিদিয়ের দেশঁ। ফ্রান্সের পরবর্তী কোচ হতে পারেন জ়িনেদিন জ়িদান। সরকারি ঘোষণা না হলেও ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি, কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী ফুটবলার।
ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তি করেছেন জ়িদান। ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত দু’দফায় রিয়ালের কোচ ছিলেন জ়িদান। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন ফুটবলার আবার কোচিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘খুব তাড়াতাড়ি আমাকে আবার ম্যানেজার হিসাবে দেখা যাবে।’’ কোন দলের দায়িত্ব নিতে পারেন, তা অবশ্য জানাননি। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বজয়ের অন্যতম নায়ক ছিলেন জ়িদান।
কিছু দিন আগে দেশঁ জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর আর জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ২০১২ সালে ফ্রান্সের জাতীয় দলের কোচ হয়েছিলেন দেশঁ। ২০১৮ সালে তাঁর কোচিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। ২০১৬ ইউরো কাপের ফাইনালেও উঠেছিল তাঁর দল। আবার ২০২০ সালের ইউরোয় শেষ ১৬ থেকে ছিটকে গিয়েছিল ফ্রান্স।