Sports News

কলকাতা লিগ ডার্বির টিকিট এ বার অন-লাইনে, শুরু বিক্রি

বিকেল পাঁচটায় খুলে গেল ওয়েবসাইটে ডার্বির টিকিট বিক্রির দরজা। ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকরা অন-লাইনে টিকিট কেটে অভ্যস্ত নন। এই বার্তাও যে তাঁদের কাছে বিরাটভাবে পৌঁছেছে এমনটা নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৭:১০
Share:

শুরু হয়ে গেল ডার্বির টিকিট বিক্রি। আগামী ২ সেপ্টেম্বর এ বারের কলকাতা লিগের ডার্বি। এই দুই দল সব ম্যাচ ময়দানে খেললেও ডার্বি হবে যুবভারতীতেই। সেই মত তৈরি স্টেডিয়াম। রবিবার ডার্বি দেখতে ভরে যাবে স্টেডিয়াম এটাই স্বাভাবিক। কিন্তু এ বার টিকিট কেনার জন্য ক্লাব তাঁবুতে গিয়ে লাইননা দিলেও চলবে। কারণ এই প্রথম অল-লাইনে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিল আইএফএ।

Advertisement

www.kyazoonga.com- এর মাধ্যমে শুক্রবার থেকেই শুরু হয়ে গেল কলকাতা লিগ ডার্বির টিকিট বিক্রি। বিকেল পাঁচটায় খুলে গেল ওয়েবসাইটে ডার্বির টিকিট বিক্রির দরজা। ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকরা অন-লাইনে টিকিট কেটে অভ্যস্ত নন। এই বার্তাও যে তাঁদের কাছে বিরাটভাবে পৌঁছেছে এমনটা নয়। অন-লাইনে টিকিট বিক্রি হচ্ছে তার খবর বেশিরভাগ সমর্থকই জানেন না। অনেকেই তাই খোঁজ করতে শুরু করেছেন ক্লাবে। ক্লাব থেকেই জানতে পারছেন টিকিট বিক্রি হচ্ছে অন-লাইনেও।

টিকিটের দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। সর্বোচ্চ টিকিটের দাম ৮০০ টাকা। লোয়ার ও আপার টায়ারের টিকিটের দাম ১০০টাকা। মিডল টায়ার ২০০ টাকা। বাঁ ও ডান দিকের ভিআইপি গ্যালারির টিকিট ৫০০ টাকা করে। মাঝের ভিআইপি টিকিটের দাম ৮০০ টাকা।

Advertisement

আরও পড়ুন
বকেয়া বেতনের প্রতিশ্রুতি পেয়েই মাঠে ফিরলেন শিল্টন, ডিকারা

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement