আইপিএল ফাইনালে বৃষ্টির ভ্রূকুটি

বেঙ্গালুরুর আবহাওয়াটাই এমন। যখন তখন বৃষ্টি। কিন্তু আইপিএল ফাইনালের দুপুরে সেটাই এখন মাথা ব্যথার কারণ দুই দলের সামনে। দু’দিন ধরে রীতিমতো ঝড়, বৃষ্টিতে নাজেহাল অবস্থা। আজ রবিবার ফাইনালের দিনও রয়েছে একই সম্ভবনা। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ১৩:৫৩
Share:

বেঙ্গালুরুর আবহাওয়াটাই এমন। যখন তখন বৃষ্টি। কিন্তু আইপিএল ফাইনালের দুপুরে সেটাই এখন মাথা ব্যথার কারণ দুই দলের সামনে। দু’দিন ধরে রীতিমতো ঝড়, বৃষ্টিতে নাজেহাল অবস্থা। আজ রবিবার ফাইনালের দিনও রয়েছে একই সম্ভবনা। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। এমন অবস্থায় আইপিএল-এর হাই ভোল্টেজ ম্যাচের আগে চিন্তার ভাঁজ কোহালি, ওয়ার্নারদের কপালে। কার কপাল আজ চওড়া সেই প্রশ্নে এই মুহূর্তে যাওয়ার কোনও জায়গা নেই। যদিও সকলেই এগিয়ে রাখছে কোহালি ব্রিগেডকে। কিন্তু এই ক্রিকেটে আগাম প্রেডিকশনের কোনও জায়গা নেই। একটা ওভার বা একজনের ব্যাট ঘুরিয়ে দিয়ে পারে ম্যাচের ভাগ্য। যার প্রমাণ পেয়েছে স্বয়ং বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। প্লে অফে যখন সমস্যায় পুরো দল তখন একা হাতে দলকে ফাইনালে তুলেছিলেন এবি ডি’ভিলিয়ার্স। কিন্তু আজ এই সমস্ত হিসাবকে ছাপিয়ে গিয়েছে প্রকৃতি। যা খবর তাতে আজ ও পরের কয়েকদিন চলবে অতি বৃষ্টি, সঙ্গে ঝড়।

Advertisement

ঘরের মাঠে ফাইনাল। প্রথম আইপিএল জয়ের সামনে দাঁড়িয়ে বেঙ্গালুরু। তাদের ঘিরে অনেক প্রত্যাশা। এমন অবস্থায় বরুণদেবের কৃপা প্রার্থনা করা ছাড়া বেঙ্গালুরু শিবিরের আর কী-ই বা করার আছে? টিকিট বিক্রি শেষ। শনিবার বৃষ্টির জন্য চিন্নাস্বামীতে সূচি অনুযায়ী অনুশীলন করতে পারেনি বেঙ্গালুরু। হায়দরাবাদ ফাইনালে পৌঁছে শুক্রবারই পৌঁছেছে বেঙ্গালুরুতে। তাই শনিবার কোনও অনুশীলন ছিল না তাদের।

আরও পড়ুন:

Advertisement

ওয়ার্নার অতিমানবীয় তবু মন বলছে বছরটা বিরাটদের

বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী ফাইনালের জন্য সোমবার রিজার্ভ ডে হিসেবে রাখা রয়েছে। যদি পুরো ম্যাচ না খেলা হয় তাহলে শেষ পর্যন্ত পাঁচ-পাঁচ ওভারের খেলা হতে পারে। খেলা শুরু হওয়ার শেষ সময় ১২.২৬। যেটা শেষ হবে ১.২০তে। ১০ মিনিটের বিরতি থাকবে দুই ইনিংসের মধ্যে। কোনও টাইম আউট থাকবে না। যদি খেলা শুরু হওয়ার পর ম্যাচ ভেস্তে যায় তাহলেও সেই ম্যাচ রিজার্ভ ডেতে চলে যাবে। পরের দিনও ২ ঘণ্টা অতিরিক্ত সময় রাখা থাকছে। টসের পর যদি ম্যাচ শুরু করা না যায় তাহলে রিজার্ভ ডেতে আবার নতুন করে সব হবে। যখন আবার নতুন করে দল বাছতে পারবে দুই দল। যদি রিজার্ভ ডে তেও পাঁচ-পাঁচ ওভারের ম্যাচ করা সম্ভব না হয়, তাহলে সুপার ওভারের মাধ্যমে চ্যাম্পিয়ন বেছে নেওয়া হবে। রাত ১.২০-র মধ্যে এই শ্যুট আউট করতে হবে। যদি তাও সম্ভব না হয় তাহলে সব ম্যাচ শেষে যে দল লিগ টেবলের শীর্ষে ছিল তাকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই অবস্থায় দুই দলই ১৪ ম্যাচে ১৬ পয়েন্টে ছিল। নেট রান রেটে বেঙ্গালুরু এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যাবে তারাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন