Saina-Parupallia Divorce

দুঃসংবাদ সাইনার! কাশ্যপের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা ভারতের ব্যাডমিন্টন তারকার

বিবাহবিচ্ছেদের কথা জানালেন ভারতের ব্যাডমিন্টন সাইনা নেওহাল। পারুপাল্লি কাশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল সাইনার। কাশ্যপও ব্যাডমিন্টন খেলোয়াড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ০০:২৪
Share:

(বাঁ দিকে) সাইনা নেওয়াল এবং পারুপাল্লি কাশ্যপ (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

রবিবার হঠাৎই দুঃসংবাদ দিলেন সাইনা নেওহাল। বিবাহবিচ্ছেদের কথা জানালেন ভারতের ব্যাডমিন্টন তারকা। পারুপাল্লি কাশ্যপের সঙ্গে বিয়ে হয়েছিল সাইনার। কাশ্যপও ব্যাডমিন্টন খেলোয়াড়।

Advertisement

ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন, “মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিয়েছি। যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনের দিকে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।”

২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কাশ্যপের। তারও প্রায় তিন বছর আগে থেকে দু’জনের সম্পর্ক ছিল। হায়দরাবাদে পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে দু’জনেই এক সঙ্গে বড় হয়েছেন এবং ভারতীয় ব্যাডমিন্টনে রাজত্ব করেছেন। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। কাশ্যপ কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement