French Open 2021

French Open 2021: লাল কোর্টে রেগে লাল ফেডেরার, মুখ মোছা নিয়ে ৫ মিনিট ধরে আম্পায়ারের সঙ্গে তীব্র তর্ক

লাল সুরকির কোর্টে খুব স্বচ্ছন্দ নন ফেডেরার। ২০০৯ সালে এক বারই জিতেছিলেন এই ট্রফি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ২১:২৭
Share:

লাল সুরকির কোর্টে খুব স্বচ্ছন্দ নন ফেডেরার। ছবি: রয়টার্স

তাঁকে শান্ত প্রকৃতির মানুষ বলেই জানে টেনিস মহল। কিন্তু রাজারও রাগ হয়। বৃহস্পতিবার ফরাসি ওপেনে মাথা গরম করতে দেখা দেখা গেল রজার ফেডেরারকে। দ্বিতীয় পর্বে মারিন চিলিচের মুখোমুখি হয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী।

Advertisement

বৃহস্পতিবার চিলিচের বিরুদ্ধে প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেটে বিপাকে পড়েন তিনি। ১-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন দ্বিতীয় সেটে। সেই সময় তোয়ালে দিয়ে মুখ মুছতে যান কিন্তু ফেডেরার বেশি সময় নষ্ট করছেন বলে অভিযোগ করেন চিলিচ। আম্পায়ার ফেডেরারকে সতর্ক করেন। তাতেই রেগে যান তিনি। তীব্র তর্ক জুড়ে দেন আম্পায়ারের সঙ্গে। প্রায় মিনিট চারেক ধরে চলে কথা কাটাকাটি। শেষ পর্যন্ত চিলিচই এসে শান্ত করেন তাঁকে।

এই ঘটনা নিয়ে টুইট করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের অভিজ্ঞ স্পিনার লেখেন, ‘চিলিচ অভিযোগ করল ফেডেরার সার্ভ করার আগে তাকে অপেক্ষা করাচ্ছে। এখন চিলিচ অভিযোগ করছে ৪০-৪০ স্কোর থাকা অবস্থায় ফেডেরার ওকে ৫ মিনিট অপেক্ষা করাচ্ছে’। দ্বিতীয় সেটে ২-৬ ব্যবধানে হেরে যান ফেডেরার।

Advertisement

লাল সুরকির কোর্টে খুব স্বচ্ছন্দ নন ফেডেরার। ২০০৯ সালে এক বারই জিতেছিলেন এই ট্রফি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement