Novak Djokovic

Novak Djokovic: সওয়া ২ ঘণ্টার লড়াইয়ে ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ। বুধবার তিনি স্ট্রেট সেটে উড়িয়ে দেন অ্যালেক্স মলক্যানকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২২ ২৩:৪৩
Share:

নোভাক জোকোভিচ। ছবি রয়টার্স

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। তবে স্ট্রেট সেটে জিতলেও স্লোভাকিয়ার অখ্যাত অ্যালেক্স মলক্যানকে হারাতে সওয়া দু’ঘণ্টা লাগল শীর্ষ বাছাই জোকোভিচের। শেষ পর্যন্ত তিনি জেতেন ৬-২, ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে।

প্রথম সেটে আধ ঘণ্টার লড়াই হয়। চতুর্থ গেমে প্রথম মলক্যানের সার্ভিস ব্রেক করেন জোকোভিচ। এর পর অষ্টম গেমেও মলক্যানের সার্ভিস ব্রেক করেন তিনি। শেষ পর্যন্ত ৬-২ গেমে জেতেন। দ্বিতীয় সেট জিততে ৪২ মিনিট লাগে জোকেভিচের। ষষ্ঠ গেমে মলক্যানের ফোরহ্যান্ড ওয়াইড হতেই সেই সার্ভিস ব্রেক করেন জোকোভিচ। ৬-৩ গেমে সেই সেট জিতে নেন।

Advertisement

তৃতীয় সেটে জোর লড়াই হয়। তৃতীয় গেমে মলক্যানের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান জোকোভিচ। কিন্তু পরের গেমেই তাঁর নিজের সার্ভিস ব্রেক হয়ে যায়। এর পর দু’জনেই নিজের নিজের সার্ভিস ধরে রাখেন। তবে নবম গেমে ব্রেক পয়েন্ট পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। না হলে সেই সেট টাইব্রেকারে যেত না। শেষ পর্যন্ত ১ ঘণ্টা ৪ মিনিটে তৃতীয় সেট জিতে নিয়ে ম্যাচ বার করেন জোকোভিচ।

গোটা ম্যাচে ১০টি এস এবং ৪০টি উইনার মারেন জোকোভিচ। পরের রাউন্ডে তাঁকে খেলতে হবে স্লোভেনিয়ার আলিয়াজ বেদেনের সঙ্গে।

Advertisement

বুধবার অন্য ম্যাচে আলেকজান্ডার জেরেভ, জন ইসনার, ভিক্টোরিয়া আজারেঙ্কা জিতেছেন। তৃতীয় বাছাই জেরেভের বিপক্ষে ছিলেন আর্জেন্টিনার সেবাস্তিয়ান বেজ। বেজ ম্যাচ পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ের পরে ২-৬, ৪-৬, ৬-১, ৬-২, ৭-৫ গেমে হেরে যান বেজ।

মহিলাদের সিঙ্গলসে ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু হেরে গেলেও অ্যাঞ্জেলির কেরবার, ভিক্টোরিয়া আাজারেঙ্কা পরের রাউন্ডে উঠেছেন। ২১ নম্বর বাছাই কেরবার ৬-১, ৭-৬ (৭-২) গেমে হারান এলসা জ্যাকেমঁকে। আজারেঙ্কা পঞ্চদশ বাছাই। তিনি ৬-১, ৭-৬ (৭-৩) গেমে হারান আন্দ্রে পেতকোভিচকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন