Sports News

ওয়ারিঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন নাদাল

৪ ও ৩-এর লড়াই জমে যাওয়ার কথা ছিল। কিন্তু এক তরফা ম্যাচ জিতে নিলেন নাদাল। প্রথম সেট ৬-২এ জিতে নিয়ে দ্বিতীয় সেটের শুরু থেকেই আবার লড়াইয়ে নামেন নাদাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ২১:৪৭
Share:

ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স।

নিজের দশম গ্র্যান্ড স্ল্যামটি শেষ পর্যন্ত পেয়েই গেলেন রাফায়েল নাদাল। আর পেলেনও একাধিপত্ত রেখে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে স্ট্রেট সেটে তিনি হারালেন স্টান ওয়ারিঙ্কাকে। খেলার ফল রাফার পক্ষে ৬-২, ৬-৩, ৬-১। রোলাঁ গ্যারোয় এই লড়াই যে রাফার জন্য এত সহজ হয়ে যাবে তা হয়তো ওয়ারিঙ্কার পুরো টুর্নামেন্টের ফর্ম দেখে বোঝা যায়নি। কিন্তু ম্যাচ শুরু হতেই ক্রমশ রাফা নামের চাপেই হারিয়ে যেতে শরু করেন সেমিফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে ফাইনালে পৌঁছন স্টান ওয়ারিঙ্কা। কিন্তু নাদালের কাছে এ দিন দাঁড়াতেই পারলেন না তিনি।

Advertisement

আরও খবর: নতুন রূপকথা লিখলেন অবাছাই অস্তাপেঙ্কো

৪ ও ৩-এর লড়াই জমে যাওয়ার কথা ছিল। কিন্তু এক তরফা ম্যাচ জিতে নিলেন নাদাল। প্রথম সেট ৬-২এ জিতে নিয়ে দ্বিতীয় সেটের শুরু থেকেই আবার লড়াইয়ে নামেন নাদাল। দ্বিতীয় সেট ৬-৩এ জিতে নেওয়ার পর প্রতিপক্ষ ওয়ারিঙ্কাকে আর ঘুরে দাঁড়ানোর কোনও সুয়োগই দেননি নাদাল। তৃতীয় সেটও ৬-১এ জিতে বাজিমাত রাফার। এই নিয়ে ২২টি স্ল্যাম ফাইনাল খেললেন রাফায়েল নাদাল। ওয়ারিঙ্কার চতুর্থ। রোলাঁ গ্যারোর ৪৪ বছরের ইতিহাসে এই প্রথম দুই ফাইনালিস্ট যাঁদের বয়স ৩০ বছরের উপরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement