র‌্যাকেট ভেঙে ফরাসি ওপেনের শেষ ষোলোয় জোকোভিচ

জোকোভিচের প্রিয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন। আগেও তিনি স্বীকার করেছেন। প্রিয় রোলঁ গ্যারোজে তাই হয়তো পুরনো ছন্দে ফেরার মরিয়া চেষ্টা করে যাচ্ছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ০৪:০৫
Share:

ক্রুদ্ধ: কোর্টেই র্যাকেট ভেঙে ফেললেন জোকোভিচ। শুক্রবার। ছবি: এএফপি

কখনও বলবয়দের সঙ্গে শারীরচর্চা করছেন খোশমেজাজে। কয়েক ঘণ্টা পরেই আবার কোর্টে আছড়ে ভাঙছেন টেনিস র‌্যাকেট। নোভাক জোকোভিচের ভিন্ন রূপ দেখা গেল শুক্রবার ফরাসি ওপেনে।

Advertisement

জোকোভিচের প্রিয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন। আগেও তিনি স্বীকার করেছেন। প্রিয় রোলঁ গ্যারোজে তাই হয়তো পুরনো ছন্দে ফেরার মরিয়া চেষ্টা করে যাচ্ছেন তিনি। যা আরও স্পষ্ট তাঁর র‌্যাকেট ভাঙার দৃশ্যে। সকালেই যাঁকে দেখা গিয়েছিল বলবয়-গার্লসদের সঙ্গে শারীরচর্চা করতে। রোলঁ গ্যারোজের যা ঐতিহ্য। শুক্রবার তৃতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের ১৩ নম্বর বাছাই রবার্তো বাতিস্তা আউত। যার বিরুদ্ধে সাত বার মুখোমুখি হয়ে ছ’বারই জিতেছেন জোকার। ম্যাচের মাঝেই একটি ভলি ফস্কে মেজাজ ঠিক রাখতে পারেননি জোকোভিচ। আছড়ে ভেঙে ফেলেন তাঁর র‌্যাকেট। তার পরেই অবশ্য ম্যাচে ঘুরে দাঁড়ান তিনি। ফল ৬-৪, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৪), ৬-২।

এ ছাড়া শুক্রবার নামী তারকাদের মধ্যে চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ। সেরিনা উইলিয়ামসও দিদি ভিনাসের সঙ্গে জুটিতে ডাবলসের দ্বিতীয় রাউন্ডে জিতেছেন। তবে ছিটকে গিয়েছেন চতুর্থ বাছাই গ্রিগর দিমিত্রভ। যাঁকে ৩০ নম্বর বাছাই ফের্নান্দো ভার্দাস্কো স্ট্রেট সেটে হারান। মেয়েদের সিঙ্গলসে হেরে গিয়েছেন চতুর্থ বাছাই এলিনা সোয়াইতোলিনা। তাঁকে হারান ৩১ নম্বর বাছাই মিহায়েলা বুজারনেস্কু। এর মধ্যে এক বলবয়ের সঙ্গে টেনিস খেলোয়াড়ের সংঘর্ষের ঘটনাও ঘটে। বসনিয়া এবং হার্জেগোভিনার দামির জুমহুর বনাম জেরেভের ম্যাচে বল ধরতে গিয়েছিলেন সেই বলবয়। জুমহুরও বলটি লুফতে যান। তিনি লক্ষ্য করেননি বলবয়কে। দুজনের ধাক্কা লাগে। বলবয়ের গুরুতর কোনও চোট লাগেনি।

Advertisement

ভারতীয় সমর্থকদের জন্য দিনটা ভাল গেল না। হারলেন ইউকি ভামব্রি, দ্বিবীজ শরন এবং রোহন বোপান্না। ডাবলসে ইউকি এবং দ্বিবীজ দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে ছিটকে যান। এর পরে দ্বিবীজ মিক্সড ডাবলসে হারেন। গত বারের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন বোপান্না এ বার জুটি বেঁধেছিলেন টিমিয়া বাবোসের সঙ্গে। কিন্তু প্রথম রাউন্ডে তাঁদের জুটিকে ২-৬, ৩-৬ হারান জন পিয়ার্স এবং শুই পেং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন