বাদ পড়ে বোর্ডকে টিটকিরি গেইলদের

মাস দুয়েক আগের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তাঁরা। কিন্তু অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে আসন্ন ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে তাঁদেরই বাদ দিল ক্যারিবিয়ান বোর্ড।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০১৬ ০৪:১৫
Share:

জাতীয় দল থেকে বাদ পড়া তিন নক্ষত্র।

মাস দুয়েক আগের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তাঁরা। কিন্তু অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে আসন্ন ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে তাঁদেরই বাদ দিল ক্যারিবিয়ান বোর্ড। তাঁরা— ক্রিস গেইল, ডারেন স্যামি আর ডোয়েন ব্র্যাভো। যদিও টিমে রয়েছেন এত দিন জাতীয় দলের বাইরে থাকা কায়রন পোলার্ড আর সুনীল নারিন।

Advertisement

নির্বাচকদের কাণ্ড দেখে প্রবল ক্ষুব্ধ গেইল, ব্র্যাভোরা সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি বোর্ডকে নিয়ে মজা করতে ছাড়েননি। ডারেন স্যামি লিখেছেন, ‘‘কায়রন পোলার্ড দারুণ লাগল তোমার ওয়ান ডে দলে ফেরার কথা শুনে। কিন্তু কী ভাবে সুযোগ পেলে সেটা একটু বলবে? গত দু’বছর তো তুমি সুপার ৫০ বা ওয়ান ডে দলেই ছিলে না।’’ পোলার্ডের জবাব, ‘‘দল থেকে বাদ দেওয়ার সত্যি কারণগুলো প্রকাশ্যে আসবে কি? গত ১৫ মাস ধরে এই নিয়ে প্রচুর চিন্তায় ছিলাম। তার পরই পিঙ্গো।’’

গেইল আবার লিখেছেন, ‘‘কায়রন পোলার্ড, সুনীল নারিন ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় দলে এসেছে। কিন্তু সেটা কী ভাবে সম্ভব হল? ওয়েস্ট ইন্ডিজ বোর্ড সুনীলকে সুপার ৫০ (ক্যারিবিয়ান ঘরোয়া টুর্নামেন্ট) খেলতে দেয়নি, তারাই ওকে দলে নিল!’’ ফিট থাকলে পোলার্ডদের ত্রিদেশীয় সিরিজের চেয়ে বিগ ব্যাশ খেলার সম্ভাবনা বেশি, সেই ইঙ্গিত দিয়ে গেইল ফের টুইট করেন, ‘‘পোলার্ড ফিট থাকলে বিগ ব্যাশ খেলবে আমাদের সবার মতো।’’

Advertisement

গেইলের পাশাপাশি ব্র্যাভো টুইট করেন, ‘‘দিনের সেরা জোক: ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকরা, এক মিনিটে পোলার্ড আর নারিন খারাপ, পরের মুহূর্তেই ওরা ত্রিদেশীয় সিরিজের জন্য একেবারে সঠিক। এ তো ম্যাজিক!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন