সংবাদ সংস্থা
Real Madrid

বেলের হ্যাটট্রিক ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে তুলল রিয়েলকে

Advertisement
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৩
Share:

হ্যাটট্রিক করে রিয়েলকে ফাইনালে তুললেন গ্যারেথ বেল। ফাইল ছবি।

লা লিগায় ক্রমাগত ব্যর্থতা। এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও গত তিন বারের খেতাবজয়ী রিয়েল মাদ্রিদকে বেশ অ-ধারাবাহিক লাগছে এবার। মরসুম শুরুর কিছুদিন পর নতুন দায়িত্ব নেওয়া কোচ লোপেতেগুইকেও সরিয়ে দিয়েছেন ক্লাবকর্তারা। তাঁর বদলে হট সিটে বসা সান্টিয়াগো সোলারির হাত ধরে আপাতত ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্যস্ত রিয়েল।

Advertisement

এরইমধ্যে, বুধবার রাতে দোহায় ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠে গেল তারা। সৌজন্যে ওয়েলস তারকা গ্যারেথ বেলের দুরন্ত হ্যাটট্রিক। গত দুই মরশুমেও এই ট্রফি জিতে এসেছে রিয়েল। এবার খেতাব জয়ের অনন্য হ্যাটট্রিকের সুযোগ তাদের সামনে। জাপানের ক্লাব ক্যাশিমা অ্যান্টলার্সকে রিয়েল বুধ রাতে হারিয়ে দিল ৩-১ গোলে। ম্যাচের শুরুর দিকটায় অবশ্য বোঝাই যায়নি এত সহজে জিতবে স্পেনের হেভিওয়েট দলটি। বরং, ক্যাশিমারই প্রাধান্য ছিল গোড়ার দিকে।

রিয়েলকে বেল ১-০ এগিয়ে দেন বিরতির ঠিক আগে। বাঁ পায়ের দুর্দান্ত শটে। বিরতির পর খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে আরও দুটি গোল তুলে নেয় রিয়েল। বিপক্ষ গোলমুখে বেল তখন সত্যিই আতঙ্ক! ৫৩ মিনিটে দ্বিতীয় গোল করার পর ৫৫ মিনিটে বেলের হ্যাটট্রিক সম্পন্ন হল। খেলার ৭৮ মিনিটে ক্যাশিমার শোমা দই রিয়েল জালে বল জড়িয়ে ব্যবধান কমান। যদিও শেষ পর্যন্ত এতে তেমন লাভ হয়নি জাপ ক্লাবটির। আগামী শনিবার রিয়েল খেতাবী লড়াইয়ে নামবে আমিরশাহীর ক্লাব আল আইনের বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন: মোরিনহোর জায়গায় ম্যান ইউয়ের নতুন কোচ হলেন সোলকসায়ের

আরও পড়ুন: দুই প্রধানকে এ বার আইএসএলে দেখছে ফুটবল ফেডারেশন

(চ্যাম্পিয়ন্স লিগ, এল ক্লাসিকো, লা লিগা, ইপিএল, বুন্দেশলিগা, সিরি এ থেকে ফিফা বিশ্বকাপ - ফুটবল জগতের সব খবর আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement