Gary Kisten

মিতালিদের কোচ হতে চেয়ে আবেদন গ্যারি কার্স্টেনের

ক্রিকেটমহলে কোচ হিসেবে রীতিমতো সুনাম রয়েছে কার্স্টেনের। শুধু ভারতের হয়ে বিশ্বকাপই জেতেননি তিনি। দক্ষিণ আফ্রিকার কোচও ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১২:১৩
Share:

কার্স্টেন কি মিতালিদের কোচ হবেন? ফাইল ছবি।

২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন তিনি। সেই গ্যারি কার্স্টেনই ভারতের মহিলা দলের কোচ হতে আগ্রহী। সেই মর্মে আবেদনও করেছেন তিনি।

Advertisement

রমেশ পওয়ারের বিদায়ের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখন নতুন কোচ খুঁজছে। তার জন্য আগ্রহীরা আবেদনও করেছেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন মনোজ প্রভাকর, হার্শেল গিবস, ডেভ হোয়াটমোরের মতো হেভিওয়েটরা। রমেশ পওয়ার নিজেও ফের আবেদন করেছেন কোচ হতে চেয়ে। তাঁর প্রতি অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানার মতো ক্রিকেটারদের সমর্থনও রয়েছে। কিন্তু, মিতালি রাজের সঙ্গে ঝামেলার পরিপ্রেক্ষিতে তাঁর কোচ হওয়ার রাস্তা সহজ নয়।

ক্রিকেটমহলে কোচ হিসেবে রীতিমতো সুনাম রয়েছে কার্স্টেনের। শুধু ভারতের হয়ে বিশ্বকাপই জেতেননি তিনি। দক্ষিণ আফ্রিকার কোচও ছিলেন তিনি। এই বছরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ ছিলেন তিনি। আসন্ন আইপিএলে তিনি আরসিবি-র প্রধান কোচ তিনিই হচ্ছেন। এ ছাড়া দিল্লি ডেয়ারডেভিলসেরও কোচ ছিলেন। হোবার্ট হ্যারিকেন্সেরও কোচ হিসেবে কাজ করেছেন তিনি। মহিলাদের জাতীয় দলের কোচ হলে কার্স্টেনের চুক্তির মেয়াদ হবে এক বছর। সেক্ষেত্রে আরসিবি-র কোচের পদ ছাড়তে হবে তাঁকে।

Advertisement

আরও পড়ুন: পার‌্‌থে প্রথম ইনিংসের শুরুতেই ব্যাকফুটে টিম ইন্ডিয়া​

আরও পড়ুন: স্পিনার না খেলানো নিয়ে চর্চা বর্ডারদের​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন