Gautam Gambhir

শাহরুখ বলেন, টিম এখন তোমার

দলকে নিজের মতো করে নতুন ভাবে গড়ে তোলার স্বাধীনতা দেওয়া হবে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০৪:৪৭
Share:

ফাঁস: কেকেআরের অজানা কথা শোনালেন প্রাক্তন অধিনায়ক গম্ভীর।

২০১১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন গৌতম গম্ভীর। এবং নেতৃত্ব তুলে দেওয়ার পরেই দলের মালিক শাহরুখ খান জানিয়ে দিয়েছিলেন, দলকে নিজের মতো করে নতুন ভাবে গড়ে তোলার স্বাধীনতা দেওয়া হবে তাঁকে। একটি চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে সেই অজানা কাহিনি শুনিয়েছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। কী বলেছিলেন শাহরুখ? প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, “চতুর্থ আইপিএলের আগে শাহরুখ আমাকে বলে, এটা তোমার দল। একে গড়ে তুলবে না ভেঙে ফেলবে, তা নিয়ে আমি হস্তক্ষেপ করতে যাব না।” পাল্টা জবাব দিতে ছাড়েননি প্রাক্তন কেকেআর অধিনায়কও। গম্ভীরের কথায়, “আমিও ওকে কথা দিয়ে বলেছিলাম, আমি চলে যাওয়ার পরে এই দলের অবস্থা কী হবে, তা বলতে পারব না। তবে এটুকু ভরসা দিতেই পারি, আগামী তিন থেকে ছয় বছরের মধ্যে এই দলটা খুব ভাল জায়গায় পৌঁছে যাবে।” প্রসঙ্গত গম্ভীর অধিনায়কত্ব নেওয়ার পরে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ইউসুফ পাঠান, জাক কালিস, সূর্যকুমার যাদব, সুনীল নারাইনের মতো ক্রিকেটারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন