অযোগ্য ছেলেকে দলে চেয়েছিলেন বেদী, তোপ গম্ভীরের

সাইনিকে নিয়ে বেদী বনাম গম্ভীরের দ্বন্দ্ব অবশ্য অনেক দিনের।

Advertisement
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ০৫:৫০
Share:

ফাইল চিত্র।

শুরুটা হয়েছিল নবদীপ সাইনির পাশে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের একটা টুইট দিয়ে। যেখানে বিষাণ সিংহ বেদী আর চেতন চৌহানকে আক্রমণ করেছিলেন গম্ভীর। যা নিয়ে পাল্টা প্রতিক্রিয়াও দেন বেদী। কিন্তু রাতের দিকে জল আরও ঘোলা হয়। যখন ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ আনেন গম্ভীর।

Advertisement

কী সেই অভিযোগ? গম্ভীর বলেছেন, ‘‘বেদী বলছেন, কোনও কিছু পাওয়ার জন্য তিনি নীচে নামতে পারেন না। এই লোকটাই নিজের অযোগ্য ছেলেকে দিল্লি দলে ঢোকানোর চেষ্টা করেছিলেন। যেমন চেতন চৌহান ওঁর ভাইপোকে একই ভাবে দলে ঢোকাতে চেয়েছিলেন। লজ্জা।’’ বেদীর ছেলে অঙ্গদ অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দিল্লি দলে খেলেছেন।

গম্ভীরের প্রথম অভিযোগটা ছিল সাইনিকে ঘিরে। শনিবার সাইনির অভিষেকের পরে গম্ভীর টুইট করেন, ‘‘অভিষেকের জন্য অভিনন্দন নবদীপ। তবে বল শুরু করার আগেই তুমি দুটো উইকেট তুলে নিয়েছ। একটা বেদীর, অন্যটা চেতন চৌহানের। মাঠে নামার আগেই যে ক্রিকেটারের শোকগাথা যারা লিখেছিল, তাদের মিডল স্টাম্প নিশ্চয়ই উড়ে গিয়েছে নবদীপের অভিষেক দেখে। লজ্জা।’’

Advertisement

সাইনিকে নিয়ে বেদী বনাম গম্ভীরের দ্বন্দ্ব অবশ্য অনেক দিনের। শোনা যায়, ২০১৩ সালে সাইনির প্রথম শ্রেণির অভিষেক ম্যাচের আগে বেদী নাকি দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) প্রেসিডেন্টকে একটি চিঠি লেখেন। যেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন সাইনিকে দলে রাখা হয়েছে? বেদী নাকি চাননি হরিয়ানার ছেলে দিল্লির হয়ে খেলেন। যা নিয়ে গম্ভীরের সঙ্গে ঝামেলার সূত্রপাত। ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার সব সময়ই সাইনির পাশে থেকেছেন। তাঁর জন্য সরব হয়েছেন। গম্ভীরের টুইটের পরিপ্রেক্ষিতে রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে বেদী বলেন, ‘‘আমি কোনও টুইটার বক্তব্যের প্রতিক্রিয়া দেব না। তবে এটুকু বলতে পারি, কিছু পাওয়ার জন্য নিজেকে ছোট করিনি কোনও দিন।’’ এর পরে গম্ভীরের নাম না নিয়ে প্রাক্তন এই বাঁ-হাতি স্পিনার বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, কেউ যদি কোনও কিছু অর্জন করে, তা হলে সে সেটা নিজের কৃতিত্বে পেয়েছে। কোনও রাম-শ্যামের জন্য নয়।’’

বেদী এও মানতে চান না যে, সাইনির দিল্লি দলে সুযোগ পাওয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। বেদীর মন্তব্য, ‘‘আমি কে? আমি তো ডিডিসিএ-র কোনও পদে ছিলাম না। সাংসদ হওয়ার পরেও দেখছি ওর (গম্ভীর) মাথা ঠান্ডা হয়নি।’’ সাইনিকে কী রকম লাগছে? প্রশ্নের জবাবে বেদী বলেন, ‘‘ছেলেটা সত্যিই ভাল। কিন্তু আমি শুধু ওকে টিভি-তেই দেখেছি। আর ও এখন পর্যন্ত মাত্র একটা ম্যাচ খেলেছে ভারতের হয়ে। আরও কিছু সময় দেখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন