Sports News

ভাংড়ার তালেই নতুন দলে ক্রিস গেল

অনুশীলনের মাঝেই জাতীয় দলের সতীর্থ আন্দ্রে রাসেলের সঙ্গে মজায় মাতলেন গেল। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করলেন। শুরু করেছিলেন রাসেল। এর পর সেই দলে যোগ দেন গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ২১:৪৭
Share:

ক্রিস গেল। ছবি: টুইটার।

আইপিএল-এ তাঁকে তাঁর বেস প্রাইজেই কিনে নিয়েছে কিংস একাদশ পঞ্জাব। তিনবার উঠতে হয়েছে নিলামে। প্রথম দু’বার তাঁর জন্য কেউই বিড করেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন তৃতীয়বারের নিলামে তাঁকে কিনে নেয় পঞ্জাব। তিনি ক্রিস গেল। আইপিএল-এ নতুন দল পেয়েই ভাংড়া নেচে দেখিয়ে দিলেন তিনি। বুঝিয়ে দিলেন, পঞ্জাবে গিয়ে কতটা খুশি।

Advertisement

অনুশীলনের মাঝেই জাতীয় দলের সতীর্থ আন্দ্রে রাসেলের সঙ্গে মজায় মাতলেন গেল। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্টও করলেন। শুরু করেছিলেন রাসেল। এর পর সেই দলে যোগ দেন গেল। রাসেল খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএল-এ দু’জন লড়বেন দু’জনের বিরুদ্ধে। গেল তো বলেই ফেললেন, ‘‘এই নাইট রাইডার্স প্লেয়ার পঞ্জাব ম্যানকে থামাতে পারবে না।’’

সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়র লিগে ৬৯ বলে ১৬৮ রানের সেই ইনিংস দেখা গিয়েছে গেলের ব্যাট থেকে। কলকাতার হয়েই আইপিএল-এ অভিষেক হয়েথিল গেলের। সেটা ২০০৮। তাঁর নামের পাশে রয়েছে দ্রুততম টি২০ সেঞ্চুরি। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন বেঙ্গালুরুর হয়ে। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও রয়েছে তাঁর।

Advertisement

আরও পড়ুন লামিচানের উত্থানের পিছনে মাইকেল ক্লার্ক

আরও পড়ুন লামিচানের উত্থানের পিছনে মাইকেল ক্লার্ক ! 😊 🤣😂 👑

! 😊 🤣😂

👑

আরও পড়ুন লামিচানের উত্থানের পিছনে মাইকেল ক্লার্ক ! 😊 🤣😂

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement