জার্মান রথ থামছে না, জয় পেল ইংল্যান্ডও

Advertisement
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০৪:০২
Share:

বিধ্বংসী বিশ্ব চ্যাম্পিয়নরা।

Advertisement

বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মঙ্গলবার নরওয়েকে ৬-০ গোলে উড়িয়ে দিল জার্মানি। এই জয়ের ফলে পরের বছর বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত হয়ে গেল জোয়াকিম লো-র দলের। গ্রুপের শেষ দু’টো ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেলেই রাশিয়ার টিকিট পেয়ে যাবে জার্মানি।

নরওয়ের বিরুদ্ধে প্রথম ২১ মিনিটেই ম্যাচ মোটামুটি শেষ দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। ওই সময়ের মধ্যে ৩-০ এগিয়ে যায় তারা। এর পরে আসে আরও তিনটে গোল। স্কোরার তালিকায় নাম উঠেছে মেসুত ওজিল, জুলিয়ান ড্র্যাক্সলার, লিওন গোরেটজকা, মারিও গোমেজদের।

Advertisement

আরও পড়ুন: ‘হাজার গোল করলে আমার সমান হবে’

এর আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-১ জিতলেও জার্মানির দাপট সে রকম দেখা যায়নি। এই ম্যাচে যে ভুলটা শুধরোতে চেয়েছিলেন জার্মান ফুটবলাররা। জার্মান কোচ লো বলেছেন, ‘‘চেক ম্যাচের পরে আমরা চেয়েছিলাম খেলাটার মধ্যে আরও তেজ আনতে। অন্য দৃষ্টিভঙ্গিতে ম্যাচটা দেখতে। মাঠে আমরা জায়গা তৈরি করতে চেয়েছিলাম, যাতে সুযোগ বেশি তৈরি হয়। সেটাই হল। আমরা সুযোগগুলো কাজেও লাগালাম।’’

নায়ক র‌্যাশফোর্ড: মার্কাস র‌্যাশফোর্ডের দুর্দান্ত গোলে স্লোভাকিয়ার বিরুদ্ধে ২-১ জিতল ইংল্যান্ড। একটা সময় পিছিয়ে পড়েছিল তারা। এই জয়ের ফলে ইংল্যান্ডও প্রায় মূলপর্বে পৌঁছে গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement