জিতল জার্মানি, ইংল্যান্ড

বিশ্বচ্যাম্পিয়নরা রয়েছে অপ্রতিরোধ্য মেজাজেই। রবিবার বিশ্বকাপের বাছাই পর্বে আজারবাইজানকে ৪-১ হারাল জার্মানি। প্রথমার্ধের শুরুতে আন্দ্রে শুরলের গোলে ১-০ এগোয় জার্মানি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০৩:৫৮
Share:

বিশ্বচ্যাম্পিয়নরা রয়েছে অপ্রতিরোধ্য মেজাজেই।

Advertisement

রবিবার বিশ্বকাপের বাছাই পর্বে আজারবাইজানকে ৪-১ হারাল জার্মানি। প্রথমার্ধের শুরুতে আন্দ্রে শুরলের গোলে ১-০ এগোয় জার্মানি। নাজারভের গোলে সমতা ফেরায় আজারবাইজান। ক্লাবের হয়ে ছন্দে না থাকলেও দেশের জার্সিতে ফর্মেই রয়েছেন টমাস মুলার। যাঁর গোলে আবার ২-১ এগোয় জার্মানি। মারিও গোমেজের গোলে বিরতির আগেই জয় নিশ্চিত করে জোয়াকিম লো-র দল।

বিরতির পর আরও আক্রমণ তৈরি করতে থাকে জার্মানি। শুরলের দ্বিতীয় গোলে ৪-১ জয় পেল জার্মানি। ম্যাচ শেষে লো বলছেন, ‘‘খুব ভাল খেলেছে দল। তিন পয়েন্ট পেয়ে আমি খুশি। আরও গোল হতে পারত। তাতেও বলব দল ভাল খেলেছে।’’

Advertisement

গত বুধবার জার্মানির বিরুদ্ধে ফ্রেন্ডলিতে হারের পর আবার জয়ে ফিরল ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে লিথুয়েনিয়া-কে ২-০ হারাল গ্যারেথ সাউথগেটের দল। প্রথমার্ধের ২১ মিনিটে গোল করেন জার্মেইন ডেফো। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লেস্টারের জেইমি ভার্দি। তিন পয়েন্ট পেয়েও অবশ্য সন্তুষ্ট ছিলেন না ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। যাঁর মতে তাঁর দল খুব স্লো খেলেছে। ‘‘আরও গতিতে খেলা উচিত ছিল আমাদের। জিতেছি ঠিকই কিন্তু আরও উন্নতি করতে হবে। এমন কয়েকজন ফুটবলার আছে যারা আরও ভাল খেলতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement