জার্মানির ড্র

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। নেশনস লিগে ভরাডুবি। গভীর সঙ্কটে থাকা জার্মানির ফুটবল দল এখন সব কিছু নতুন ভাবে শুরুর করার চেষ্টা করছে। আপাতত তাদের লক্ষ্য, ইউরো চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করা। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ০০:৫৬
Share:

সার্বিয়ার রক্ষণ ভেঙে এগিয়ে চলেছেন লেরয় সানে। ছবি এএফপি।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। নেশনস লিগে ভরাডুবি। গভীর সঙ্কটে থাকা জার্মানির ফুটবল দল এখন সব কিছু নতুন ভাবে শুরুর করার চেষ্টা করছে। আপাতত তাদের লক্ষ্য, ইউরো চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করা।

Advertisement

রবিবারই জার্মানদের ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। তার আগে বুধবার সার্বিয়ার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলে ফেললেন জোয়াকিম লো-র ফুটবলারেরা। ম্যাচ ১-১ ড্র হলেও উলফসবার্গে ‘নতুন’ জার্মানি কিন্তু খুব খারাপ খেলেনি। সাম্প্রতিক কিছু ম্যাচের তুলনায় জার্মানিকে অনেক বেশি আক্রমণাত্মকও দেখিয়েছে। খেলেছেও দ্রুত। বলতে গেলে পুরনোদের কাউকেই খেলাননি লো।

জার্মানি ১সার্বিয়া ১

Advertisement

২০১৪ বিশ্বকাপজয়ী দলের একজনই এই দলে রয়েছেন। তিনি গোলরক্ষক মানুয়েল নয়্যার। রাশিয়ায় যাঁকে জার্মানি খেলায়নি সেই লেরয় সানেকে প্রথম দলে রেখেছিলেন জার্মানির কোচ। ৬৯ মিনিটে গোল করেন পরিবর্ত ফুটবলার লিয়োন গোরেৎজা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন