Dommaraju Gukesh

৩৬ বছরে প্রথম বার শীর্ষচ্যুত আনন্দ, দেশের এক নম্বর হবেন ১৭ বছরের দাবাড়ু!

গত ৩৬ বছর ধরে ভারতের এক নম্বর দাবাডু আনন্দ। আগামী মাসের শুরুতে ফিডে যে ক্রমতালিকা প্রকাশ করবে, তাতে তিনি নেমে যাবেন দ্বিতীয় স্থানে। শীর্ষে উঠে আসবেন ১৭ বছরের এক গ্র্যান্ডমাস্টার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ২১:২২
Share:

বিশ্বনাথন আনন্দ। ছবি: টুইটার।

৩৬ বছর পর ভারতের সেরা দাবাড়ুর তকমা হারাতে চলেছেন বিশ্বনাথন আনন্দ। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন চলে যাবেন দ্বিতীয় স্থানে। ভারতীয় দাবাড়ুদের মধ্যে শীর্ষে উঠে আসবেন ১৭ বছরের ডোম্মারাজু গুকেশ। আজারবাইজানের বাকুতে বিশ্বচ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে জয়ের ফলে ভারতীয় দাবাড়ুদের মধ্যে শীর্ষ স্থান নিশ্চিত করেছেন গুকেশ। বিশ্ব দাবা সংস্থা বা ফিডের ক্রমতালিকায় অবশ্য এখনও আনন্দই শীর্ষে রয়েছেন ভারতীয়দের মধ্যে। সেপ্টেম্বরের শুরুতে ফিডে নতুন যে ক্রমতালিকা প্রকাশ করবে, তাতে শীর্ষে উঠে আসবেন গুকেশ। গত এপ্রিল মাসে ফিডের ক্রমতালিকায় প্রথম ১০০ জনের মধ্যে এসেছিলেন ১৭ বছরের গ্র্যান্ডমাস্টার।

Advertisement

ফিডের পরের ক্রমতালিকায় বিশ্বের প্রথম ১০ জন দাবাড়ুর মধ্যে জায়গা করে নেবেন গুকেশ। ভারতের তৃতীয় দাবাড়ু হিসাবে বিশ্বের প্রথম ১০ জনের মধ্যে আসবেন তিনি। আনন্দ ছাড়া এই কৃতিত্ব রয়েছে শুধু পি হরিকৃষ্ণের। গত জুলাই মাসে গুকেশ এলো রেটিংয়ে পিছনে ফেলে দিয়েছিলেন আর এক প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। বিশ্বের সব থেকে কম বয়সী দাবাড়ু হিসাবে ২৭৫০ এলো রেটিং অর্জন করার কৃতিত্বও রয়েছে চেন্নাইয়ের বাসিন্দার।

বিশ্ব দাবায় গুকেশের উত্থানে উচ্ছ্বসিত আনন্দও। ৩৬ বছর পর ভারতীয়দের মধ্যে নিজের দ্বিতীয় স্থানে নেমে যাওয়ার আক্ষেপ নেই তাঁর। আনন্দ বলেছেন, ‘‘শুধু আমাকে নয়, গত দেড় বছরে গুকেশ বিশ্বের অনেককেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছে। দাবার প্রতি ওর ভালবাসা এবং দায়বদ্ধতা দেখার মতো। সারাক্ষণ দাবা খেলতে পারে। দাবা নিয়ে প্রচুর পড়াশোনা করে। খেলার সময় সম্পূর্ণ বোর্ডের মধ্যেই থাকে ওর মন। আগেই বুঝেছিলাম ওর মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে। গুকেশের মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যেগুলো সেরা খেলোয়াড়দের মধ্যে ওকে জায়গা করে দিতে পারে। ওর মনোভাব, সংকল্প, পরীক্ষা নিরীক্ষার মানসিকতা এবং ঝুঁকি নিতে পারার সাহস অনেক দূর পৌঁছে দিতে পারে। সত্যিই গুকেশ ভীষণ সাহসী খেলোয়াড়।’’

Advertisement

এখন ফিডের ক্রমতালিকায় আনন্দ রয়েছেন নবম স্থানে। তাঁর এলো রেটিং ২৭৫৪। গুকেশ রয়েছেন ১১ নম্বরে। ২৭ বছরের দাবাড়ুর এলো রেটিং ২৭৫১। ভারতীয় দাবাড়ুদের মধ্যে টানা ৩৬ বছর শীর্ষে থাকার পর আগামী মাসে দ্বিতীয় স্থানে নেমে যাবেন ৫৩ বছরের দাবাড়ু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন