ফের জিকোদের হার

মোমার এনদয়ির শেষ মিনিটের নাটকীয় গোলে জয় ছিনিয়ে নিল এফসি পুণে সিটি। আইএসএলের প্রথম দু’টি ম্যাচে হেরে রীতিমতো বিপাকে জিকোর এফসি গোয়া। শনিবার হারল ঘরের মাঠেও। বিরতিতে ফল ছিল ১-১।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৬ ০১:৩৫
Share:

পুণে সিটির গোলের উচ্ছ্বাস। ছবি: সংগৃহিত।

মোমার এনদয়ির শেষ মিনিটের নাটকীয় গোলে জয় ছিনিয়ে নিল এফসি পুণে সিটি। আইএসএলের প্রথম দু’টি ম্যাচে হেরে রীতিমতো বিপাকে জিকোর এফসি গোয়া। শনিবার হারল ঘরের মাঠেও। বিরতিতে ফল ছিল ১-১। আরাতা ইজুমির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল পুণে। আট মিনিটে গোলশোধ করেন গোয়ার রাফায়েল লুইজ। দ্বিতীয়ার্ধে দু’দলই সমানে সমানে লড়াই করে। তবে শেষ মুহূর্তে বাজিমাত করে যান সেনেগালের এনদয়ি। এ দিনের জয়ের ফলে পুণের দু’ ম্যাচে পয়েন্ট তিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement