সুমনের সোনাজয়

সাউথ এশিয়ান চকবল চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফিরল শিলিগুড়ির ছেলে সুমন রায়। গত ১৯ থেকে ২১ মে উত্তরাখণ্ডের হরিদ্বারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ফাইনালে তারা বাংলাদেশকে ৬১-৪০ পয়েন্টে হারায়। সুমন শিলিগুড়ির চয়নপাড়ার আমতলা এলাকার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০২:২৫
Share:

জয়ী সুমন রায়। —নিজস্ব চিত্র।

সাউথ এশিয়ান চকবল চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ফিরল শিলিগুড়ির ছেলে সুমন রায়। গত ১৯ থেকে ২১ মে উত্তরাখণ্ডের হরিদ্বারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। ফাইনালে তারা বাংলাদেশকে ৬১-৪০ পয়েন্টে হারায়। সুমন শিলিগুড়ির চয়নপাড়ার আমতলা এলাকার বাসিন্দা। শ্রীগুরু বিদ্যামন্দিরের মাঠে নিয়মিত অনুশীলন করে সে। সূর্যসেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সুমন জাতীয় দলের হয়ে আরও পদক আনতে চায়। এই প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ ছাড়াও, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাও অংশ নিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement