Sports News

‘গোল্ডেন টুইট অফ দি ইয়ার’এ বিরুষ্কা

অনেক আগে থেকেই গুঞ্জন চলছিল। কিন্তু কিছুতেই সর্বসমক্ষে সে কথা স্বীকার করেননি দু’জনে। ইতালির তাসকানিতে পরিবারের মানুষদের সঙ্গে নিয়ে বিয়ে সেরেছেন বিরাট ও অনুষ্কা। বিয়ের দিন সকালেই এই বার্তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ২০:১৩
Share:

দিল্লিতে বিয়ের পার্টিতে বিরাট-অনুষ্কা। ছবি: রয়টার্স।

এই বছর সব থেকে বেশি কোন টুইট রি-টুইট হয়েছে? কুইজের প্রশ্ন এটা হতেই পারে। এই বছর সব থেকে বেশি কোন বিয়ে নিয়ে সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষের উৎসাহ ছিল? এই উত্তর হয়তো সবারই জানা। উত্তরটা আসলে একই। বিরাট-অনুষ্কার বিয়ে। বিয়ের পর সেই খবর দু’জনেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। একই বয়ান ও দুটো ভিন্ন ছবি দিয়ে দুটো আলাদা আলাদা পোস্টেই উত্তাল হয়ে গিয়েছিল গোটা দেশ।

Advertisement

যদিও তার অনেক আগে থেকেই গুঞ্জন চলছিল। কিন্তু কিছুতেই সর্বসমক্ষে সে কথা স্বীকার করেননি দু’জনে। ইতালির তাসকানিতে পরিবারের মানুষদের সঙ্গে নিয়ে বিয়ে সেরেছেন বিরাট ও অনুষ্কা। বিয়ের দিন সকালেই এই বার্তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নাম হয়ে যায়, ‘গোল্ডেন টুইট অফ দি ইয়ার’।

কেন গোল্ডেন টুইট বলা হচ্ছে?

Advertisement

কারণ, এই বছর সব থেকে বেশি রি-টুইট হয়েছে এই দুটো পোস্ট। কেউ রি-টুইট করেছেন বিরাটের পোস্ট তো কেউ অনুষ্কার। দু’জনেই তাঁদের বিয়ের খবর জানিয়ে পোস্ট দু’টি করেছিলেন ১১ ডিসেম্বর সকাল ৭টা ২১ মিনিটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্কার পোস্ট রি-টুইট করেছেন ৫৮ হাজার ৯৪২ জন। লাইকের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৯৬৯। বিরাটের পোস্ট রি-টুইট করেছেন ৯১ হাজার ০২৬ জন। লাইক ৫ লাখ, ৪৩ হাজার ২৯৩।

আরও পড়ুন
এ বছর কোন খবর সবচেয়ে বেশি সার্চ হয়েছে জানেন?

দেখুন বিরাটঅনুষ্কার টুইট

দেখুন বিরাটঅনুষ্কার টুইট & &

দেখুন বিরাটঅনুষ্কার টুইট

দেখুন বিরাটঅনুষ্কার টুইট

দেখুন বিরাটঅনুষ্কার টুইট & &

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement