শহরে আসছেন গল্ফের সেরারা

এক দশকেরও বেশি ব্যবধানে কোনও পিজিটিআই টুর্নামেন্টে একসঙ্গে ওঁরা তিন জন। জীব মিলখা সিংহ, অর্জুন অটওয়াল, জ্যোতি রণধাওয়া। আগামী সপ্তাহে ভারতীয় গল্ফের যে নক্ষত্র সমাবেশের সাক্ষী হতে চলেছে শহর, সেখানেই ঘটবে এই ত্র্যহস্পর্শ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৪
Share:

এক দশকেরও বেশি ব্যবধানে কোনও পিজিটিআই টুর্নামেন্টে একসঙ্গে ওঁরা তিন জন। জীব মিলখা সিংহ, অর্জুন অটওয়াল, জ্যোতি রণধাওয়া। আগামী সপ্তাহে ভারতীয় গল্ফের যে নক্ষত্র সমাবেশের সাক্ষী হতে চলেছে শহর, সেখানেই ঘটবে এই ত্র্যহস্পর্শ। ভারতীয় পেশাদার ট্যুর পিজিটিআই-এর বর্ষশেষের টুর্নামেন্ট ম্যাকলিয়ড রাসেল গল্ফে।

Advertisement

এ বছর কলকাতার সেরা গল্ফ টুর্নামেন্টে নামছেন আরও কয়েকজন তারকা। জীবের মতোই বেশ কয়েক বছর পরে আবার কলকাতায় আসছেন শিব কপূর। থাকছেন গগনজিৎ ভুল্লাড়, এশিয়ার অন্যতম সেরা কলকাতার অলিম্পিয়ান শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া এবং রাহিল গাঙ্গজি।

এ দিন শহরে এক সাংবাদিক বৈঠকে দেড় কোটি টাকা পুরস্কারমূল্যের টুর্নামেন্টের ঘোষণা করলেন পিজিটিআই ডিরেক্টর উত্তম সিংহ মান্ডি। তিনি জানান, স্পনসরদের আমন্ত্রণে যে সাত জন আন্তর্জাতিক গল্ফার কলকাতায় খেলবেন এ বছর, তাঁদের মধ্যে আছেন দু’বারের এশিয়ান ট্যপর চ্যাম্পিয়নে, তাইল্যান্ডের তারকা পারিয়া জুনহাসাভাসদিকুল।

Advertisement

মান্ডি আরও বলেন, প্রতিযোগিতার মান বাড়াতে ভারতীয় ট্যুরের মেরিট তালিকার শুধুমাত্র সেরা পঞ্চাশ জন গল্ফারকে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে লড়াইয়ে নামতে দেওয়া হচ্ছে এ বছর। সব মিলিয়ে মোট প্রতিযোগীর সংখ্যা পঁয়ষট্টি। টুর্নামেন্ট শুরু আগামী সপ্তাহের বৃহস্পতিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন