ক্রিকেট দুর্নীতি রুখতে বিল

খেলাধুলায় আইপিএলের স্পট ফিক্সিং এবং বেটিংয়ের মতো দুর্নীতি রুখতে আইন আনছে কেন্দ্র। সেই লক্ষ্যে তৈরি হয়েছে ক্রীড়া দুর্নীতি বিল। যা চলতি বাদল অধিবেশনেই সংসদে পেশ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। বিল ক্যাবিনেটে পাঠানো হচ্ছে অনুমোদনের জন্য। মন্ত্রীর কথায়, ‘‘আইন মন্ত্রক বিল পাশ করে দিলেও বিল নিয়ে ক্রীড়া মন্ত্রকের কিছু কাজ বাকি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৪:২৪
Share:

খেলাধুলায় আইপিএলের স্পট ফিক্সিং এবং বেটিংয়ের মতো দুর্নীতি রুখতে আইন আনছে কেন্দ্র। সেই লক্ষ্যে তৈরি হয়েছে ক্রীড়া দুর্নীতি বিল। যা চলতি বাদল অধিবেশনেই সংসদে পেশ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। বিল ক্যাবিনেটে পাঠানো হচ্ছে অনুমোদনের জন্য। মন্ত্রীর কথায়, ‘‘আইন মন্ত্রক বিল পাশ করে দিলেও বিল নিয়ে ক্রীড়া মন্ত্রকের কিছু কাজ বাকি। এই সব ম্যাচ গড়াপেটা রুখতেই বিল আনা হচ্ছে।’’ ভারতীয় ক্রিকেট বোর্ড বিলের আওতায় পড়বে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বোর্ড পাবলিক বডি। তাই ভারতের জনসাধারণের কাছে তাদের জবাবদিহি করতেই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement