চিন্নাস্বামীর বাইশ গজে সবুজের আভা, তবু বল ঘোরারই ইঙ্গিত

বেঙ্গালুরুর বাইশ গজে ঘাস ছাঁটা হলেও শুক্রবার সন্ধ্যা নামার সময়েও সবুজের আভা রয়েছে। যা দেখে স্থানীয় বিশেষজ্ঞদের পূর্বাভাস, এই পিচে প্রথম এক ঘণ্টা অন্তত পেসাররা সাহায্য পেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৪:১০
Share:

বিতর্কে: পুণের এই পিচ নিয়েই রিপোর্ট ম্যাচ রেফারির। —ফাইল চিত্র।

বেঙ্গালুরুর বাইশ গজে ঘাস ছাঁটা হলেও শুক্রবার সন্ধ্যা নামার সময়েও সবুজের আভা রয়েছে। যা দেখে স্থানীয় বিশেষজ্ঞদের পূর্বাভাস, এই পিচে প্রথম এক ঘণ্টা অন্তত পেসাররা সাহায্য পেতে পারে।

Advertisement

পিচে সবুজের আভা দেখে অবশ্য কেউ যদি মনে করেন, চিন্নাস্বামীতে দুরন্ত গতিতে বল ছুটবে, ভুল ভাববেন। কারণ, প্রত্যক্ষদর্শীদের মতে ইতিমধ্যেই পিচে কয়েকটি জায়গায় ফাটলও দেখা গিয়েছে। ম্যাচ যত এগোবে, তত সেই ফাটলগুলি বেড়ে যাওয়ারই সম্ভাবনা। তখন স্পিনারদের কর্তৃত্ব করতে দেখা যেতেই পারে। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বল ঘুরতে শুরু করলে কাদের পক্ষে ম্যাচ গড়াবে? অশ্বিনদের ছাপিয়ে স্টিভ ও’কিফ পুণেতে নায়ক হয়েছেন। তাঁকে নিয়ে একটা চিন্তা থাকবেই ভারতীয় দলে।

বেঙ্গালুরুতেও ও’কিফ আর নাথন লায়ন জুটি মানসিক দিক থেকে অন্তত চাপে রেখেছেন ভারতীয়দের। নেটে দেখা গিয়েছে, অনেক বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে ব্যাট করে চলেছেন কোহালি-রা। কয়েক জনকে সুইপ মারার অনুশীলনও করতে দেখা গেল। ও’কিফ-কে কি তা হলে পাল্টা আক্রমণের ছক নিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানেরা? সময় বলবে।

Advertisement

স্টিভ স্মিথ এ দিন সাংবাদিক সম্মেলনে এসে বলে গিয়েছেন, পুণের মতো পিচ এটা নয়। তবে বল ঘুরবে বলেই তিনি ধরে নিচ্ছেন। ‘‘এটা সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে যে রকম পিচে ভারত খেলেছিল, সে রকম ধরনের। এখানে প্রথম ইনিংসে বড় রান করাটা তাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে,’’ বলেন স্মিথ। কারও কারও মনে হচ্ছে, বেঙ্গালুরুতে সব দিক দিয়েই অ্যাডভ্যান্টেজ অস্ট্রেলিয়া। যদি তারা টসে হেরে ফিল্ডিং করেন, প্রথম এক ঘণ্টায় সবুজের আভার সুবিধে নেওয়ার জন্য থাকছেন মিচেল স্টার্ক। যদি তাঁরা টস জেতেন, শেষ ইনিংসে ভারতকে ব্যাট করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন