Grigor Dimitrov

আহত প্রতিদ্বন্দ্বীকে সাহায্য করতে লাফিয়ে নেট পেরলেন দিমিত্রভ! দেখুন ভিডিও

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিমিত্রভ মুখোমুখি হয়েছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪৯ নম্বরে থাকা কাইল এডমন্ডের। ঠিক মতোই এগচ্ছিল ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা দিমিত্রভের বিরুদ্ধে সমানে সমানেই লড়াই চালাচ্ছিলেন এডমন্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ১২:৪০
Share:

আহত এডমন্ডকে কোর্টের বাইরে নিয়ে যাচ্ছেন দিমিত্রভ। ছবি: এএফপি।

ব্রিসবেন ইন্টারন্যাশনালে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুরন্ত স্পোর্টসম্যান স্পিরিটের নিদর্শন রাখলেন বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ।

Advertisement

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিমিত্রভ মুখোমুখি হয়েছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪৯ নম্বরে থাকা কাইল এডমন্ডের। ঠিক মতোই এগচ্ছিল ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা দিমিত্রভের বিরুদ্ধে সমানে সমানেই লড়াই চালাচ্ছিলেন এডমন্ড।

কিন্তু তৃতীয় সেটের খেলা চলাকালীন হঠাৎই পায়ে চোট পান এডমন্ড। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন তরুণ এই টেনিস প্লেয়ার। প্রতিদ্বন্দ্বীকে পড়ে যেতে দেখে নেটের উপর দিয়ে লাফিয়ে তাঁর কাছে পৌঁছন দিমিত্রভ। হাত ধরে তাঁকে তোলেন। নিজের এবং এডমন্ডের র‌্যাকেট এক হাতে ধরে অন্য হাতে আহত এডমন্ডকে ধরে কোর্টের বাইরে নিয়ে যান দিমিত্রভ। দিমিত্রভের কাঁধের উপর ভর দিয়েই কোর্টের বাইরে বেরন এডমন্ড।

Advertisement

আরও পড়ুন: চারশো ম্যাচে কীর্তি মেসির

আরও পড়ুন: তরুণদের উপরেই ভরসা বাংলার

এডমন্ডের আঘাত নিয়ে দিমিত্রভ বলেন “দিনের শেষে শরীরটাই বড় কথা। এডমন্ডের সঙ্গে যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। বহু বার অনেককে এই রকম আঘাত পেতে আমি দেখেছি। আমি জানি কেমন লাগে এই রকম হলে। আমি আশা করি ও শ্রীঘ্রই সুস্থ হয়ে উঠবে।” '

এডমন্ডের আঘাত নিয়ে দিমিত্রভ বলেন “দিনের শেষে শরীরটাই বড় কথা। এডমন্ডের সঙ্গে যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। বহু বার অনেককে এই রকম আঘাত পেতে আমি দেখেছি। আমি জানি কেমন লাগে এই রকম হলে। আমি আশা করি ও শ্রীঘ্রই সুস্থ হয়ে উঠবে।” '

এডমন্ডের আঘাত নিয়ে দিমিত্রভ বলেন “দিনের শেষে শরীরটাই বড় কথা। এডমন্ডের সঙ্গে যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক। বহু বার অনেককে এই রকম আঘাত পেতে আমি দেখেছি। আমি জানি কেমন লাগে এই রকম হলে। আমি আশা করি ও শ্রীঘ্রই সুস্থ হয়ে উঠবে।” '

আহত হলেও পরে অবশ্য কোর্টে ফিরে আসেন এডমন্ড। তবে দিমিত্রভের সামনে আর দাঁড়াতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন