ফাইনালে এগিয়ে গুজরাত

সৌজন্যে মিডল অর্ডারে অধিনায়ক পার্থিব পটেল (৯০) এবং মনপ্রীত জুনেজার (৭৭) বড় রান। আর তার সুবাদেই র়ঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিনে মুম্বইয়ের প্রথম ইনিংসের রান টপকে গেল গুজরাত।

Advertisement

ইনদওর

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০৩:১৭
Share:

সৌজন্যে মিডল অর্ডারে অধিনায়ক পার্থিব পটেল (৯০) এবং মনপ্রীত জুনেজার (৭৭) বড় রান। আর তার সুবাদেই র়ঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিনে মুম্বইয়ের প্রথম ইনিংসের রান টপকে গেল গুজরাত।

Advertisement

মঙ্গলবার মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২২৮ রানে। জবাবে বুধবার দিনের শেষে গুজরাত ২৯১-৬। মুম্বই বোলারদের মধ্যে অভিষেক নায়ার ২৭ ওভার হাত ঘুরিয়ে ৯১ রানে তিন উইকেট এবং শার্দূল ঠাকুর ৬৭ রানে দু’উইকেট পেলেও ৪১ বারের চ্যাম্পিয়নদের বোলিং আক্রমণ পার্থিব, মনপ্রীত, ভার্গব মিরাই (৪৫)-দের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

তবে দিনের শুরুতে শার্দূল ও অভিষেকের দাপটে ৩৭-২ হয়ে গিয়েছিল গুজরাত। তাড়াতাড়ি ফিরে যান দুই ওপেনার সমিত গোহেল (৪) এবং প্রিয়ঙ্ক পাঞ্চাল (৬)। কিন্তু এর পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন মিরাই এবং পার্থিব। দলের ১০৬ রানে অভিষেক নায়ারের বলে মিরাই কট বিহাইন্ড হলেও গুজরাতের রান ওঠা থামানো যায়নি। বরং মনপ্রীত ক্রিজে আসার পর পার্থিবের সঙ্গে তাঁর আগ্রাসী জুটিতে হয় সেঞ্চুরি (১১৬) পার্টনারশিপ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন