সাফল্যের রিও এখন সাহস দিচ্ছে দীপাকে

ত্রিপুরা কন্যাকে যখন ধরা হল তখন কোচের সঙ্গে তিনি অনুশীলনে বেরোচ্ছেন। চোখে মুখে অদ্ভুত একটা উত্তেজনা।

Advertisement

রতন চক্রবর্তী

রিও দে জেনেইরো শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০৪:১৯
Share:

ত্রিপুরা কন্যাকে যখন ধরা হল তখন কোচের সঙ্গে তিনি অনুশীলনে বেরোচ্ছেন।

Advertisement

চোখে মুখে অদ্ভুত একটা উত্তেজনা। ‘‘আমি কোচের কাছে যা শিখেছি সেটা করতে পারলেই কোয়ালিফাই করে যাব,’’ বলতে বলতেই চলে যাচ্ছিলেন অলিম্পিক্সে আসা ভারতের প্রথম মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার। ‘‘আগে কিছু করি। তারপর কথা বলব। কখন যে শুরু হবে কম্পিটিশিন,’’ মনে হল যেন আর তর সইছে না। রবিবার ব্রাজিলের সময় দুপুর আড়াইটেয় বঙ্গললনা ‘অগ্নি পরীক্ষায়’ নামবেন। এখনও একটা দিন পুরো বাকি। তা সত্ত্বেও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী বলছিলেন, ‘‘অলিম্পিক্সে নামার জন্য ছটফট করছে মেয়েটা। গত এক সপ্তাহ এখানে আসার পর প্রচুর পরিশ্রম করেছে ও। দিন-রাত এক করে খেটেছে। এখন দেখি ওখানে কী করে?’’ বলতে বলতে-ই চোখ চকচক করে ওঠে দীপাকে অলিম্পিক্স পোডিয়ামে তুলে আনার অন্যতম কারিগর। জানেন, রিও-র পোডিয়াম থেকে পদক জেতা মানে, ইতিহাসে ঢুকে যাওয়া। ত্রিপুরার এক গ্রাম থেকে অনেক চেষ্টায় এখানে পৌঁছে দিয়েছেন ছাত্রীকে, তাঁকে নিয়ে তো স্বপ্ন দেখবেনই।

মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে পরের পর্বে কোয়ালিফাই করার জন্য তাঁর প্রোদুনোভা ভল্ট-ই প্রধান অস্ত্র। সেটা কতটা পারফেক্ট হচ্ছে? দীপা দেখিয়ে দিলেন কোচকে। বললেন, ‘‘ওটা তো কোচ বুঝতে পারবেন।’’ আর কোচের মন্তব্য, ‘‘নব্বই ভাগ পারফেক্ট হচ্ছে।’’ বিশ্ব জিমন্যাস্টিক্স তাঁকে স্বীকৃতি দিয়েছে। ভারতীয় জিমন্যস্টিক্সের বিস্ময়-কন্যা বলছিলেন, ‘‘আমার একটা বড় সুবিধা, এখানেই কোয়ালিফাই করেছি। যেখানে করেছিলাম, সেখানেই নামব। বিশ্বাস করুন, আমার কোনও ভয় হচ্ছে না। রাতের ঘুমও নষ্ট হচ্ছে না। আমি জানি কী শিখেছি। সেটাই মন দিয়ে করব। তার পর যা হয় হোক।’’

Advertisement

অদ্ভুত একটা ঘোরের মধ্যে রয়েছেন যেন। তাঁর দিকে তাকিয়ে গোটা দেশ। পদক পাবেন? প্রশ্নটা শুনতে শুনতে ক্লান্ত। বলছেন, ‘‘আগে কোয়ালিফাই করতে হবে। তারপর তো পদক। এ সব ভেবে চাপ বাড়াতে চাই না। যারা আমার সঙ্গে লড়াইতে নামবে তাদের সবাইকেই আমি চিনি।’’

দীপার মতো আর এক ‘ডি’ দীপিকা কুমারী-বোম্বাইলা দেবীরাও আজ নামছেন পদকের খোঁজে। তবে টিম ইভেন্টে। জিতু রাই যে ভাবে এ দিন হতাশ করলেন, তাতে কে যে পদকের জন্য ফেভারিট, আর কে নয়— তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হল।

দীপা নামছেন আজ রাত এগারোটায়

জিমন্যাস্ট দীপা কর্মকারের ইভেন্ট কখন? শনিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে যায় দীপা সোনা পেয়েছেন। ঘটনা হল রবিবার ভারতীয় সময় রাত ১১টায় দীপা কর্মকার রিওতে নিজের ইভেন্ট অর্টিস্টিক জিমন্যাস্টিক্সে নামছেন। ব্রাজিলীয় সময় দুপুর আড়াইটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন