বেটের বদলি হুয়ান

পরের সপ্তাহেই হয়তো কলকাতায় আসছেন হাবাস

গোলকিপার এডেল বেটের বদলি খুঁজে নিল আটলেটিকো দে কলকাতা। স্প্যানিশ গোলকিপার হুয়ান কালাতাউডের সঙ্গে শুক্রবার এক বছরের চুক্তি করল এটিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০৩:৪২
Share:

গোলকিপার এডেল বেটের বদলি খুঁজে নিল আটলেটিকো দে কলকাতা। স্প্যানিশ গোলকিপার হুয়ান কালাতাউডের সঙ্গে শুক্রবার এক বছরের চুক্তি করল এটিকে।

Advertisement

স্পেনের মালাগা এবং মায়োরকার মতো বড় ক্লাবে খেলেছেন ৩৫ বছর বয়স্ক এই কিপার। শেষ খেলেছেন হাঙ্গেরির ক্লাব ভিডিওটন এফসি-তে।

হুয়ানকে ধরে এ নিয়ে মোট পাঁচ জন বিদেশি সই করাল এটিকে। আগের বছরের তিন জন বিদেশি ফুটবলারকে ধরে রেখেছে তারা। এটিকের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা বললেন, ‘‘স্পেন এবং হাঙ্গেরিতে খেলেছে হুয়ান। ওর এই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে আমাদের। হুয়ান আসায় আমাদের দল আরও শক্তিশালী হল।’’

Advertisement

হুয়ানকে নেওয়ায় খুশি এটিকে কোচ আন্তোনিও হাবাসও। তাঁর কথায়, ‘‘হুয়ান দাপুটে গোলকিপার। তবে কলকাতার সমর্থকদের সামনে খেলা ওর কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমার বিশ্বাস, হুয়ান টিমের পরিকল্পনার সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে নেবে।’’

এ দিকে, শুক্রবার বিকেলে মধ্য কলকাতার এক হোটেলে এটিকে-র মালিকদের নিয়ে আলোচনায় বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে অগস্টের শেষের দিকে মাদ্রিদে তিন সপ্তাহের প্রস্তুতি শিবির নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনই আগামী ১০ জুলাই মুম্বইতে যে আইএসএল ফুটবলারদের ড্রাফটিং হবে, তা নিয়েও কথাবার্তা হয়। খুব সম্ভবত ড্রাফটিংয়ের আগের দিনই কলকাতায় আসছেন এটিকে কোচ হাবাস। তাঁর সঙ্গে আলোচনা করেই মুম্বই যেতে চাইছেন কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement