জীবনের মতোই ফুটবলে কেউ রোজ জেতে না

এক কথায় ফুটবলজীবনটা বেশ কঠিনই। যেখানে আপনাকে সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তে। একইসঙ্গে প্রতিটা চ্যালেঞ্জের সঠিক সমাধানও দরকার। আর তারই নিট ফল, সঠিক লক্ষ্যে পৌঁছে যাওয়া। তবে এটাও নজরে রাখতে হবে প্রতিটা চ্যালেঞ্জ-সমাধানের রাস্তায় চাপ ফ্যাক্টরটা যেন পাঁচিল হয়ে না দাঁড়ায়। একটা ফুটবল টিমে কোচকে এই ব্যালান্সটা করতে হয়। এটাও মনে রাখার জীবনের মতোই ফুটবলেও কেউ রোজ রোজ জেতে না।

Advertisement

আন্তোনিও লোপেজ হাবাস

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ০৩:৩৪
Share:

এক কথায় ফুটবলজীবনটা বেশ কঠিনই। যেখানে আপনাকে সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তে। একইসঙ্গে প্রতিটা চ্যালেঞ্জের সঠিক সমাধানও দরকার। আর তারই নিট ফল, সঠিক লক্ষ্যে পৌঁছে যাওয়া। তবে এটাও নজরে রাখতে হবে প্রতিটা চ্যালেঞ্জ-সমাধানের রাস্তায় চাপ ফ্যাক্টরটা যেন পাঁচিল হয়ে না দাঁড়ায়। একটা ফুটবল টিমে কোচকে এই ব্যালান্সটা করতে হয়। এটাও মনে রাখার জীবনের মতোই ফুটবলেও কেউ রোজ রোজ জেতে না।

Advertisement

এই মুহূর্তে হিরো ইন্ডিয়ান সুপার লিগও টানটান উত্তেজনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে। সেখানে আমাদের একমাত্র লক্ষ, এক-একটা ম্যাচ ধরে ধরে এগিয়ে ভাল রেজাল্ট তুলে আনা। পরিস্থিতি যা, তাতে ভুল করার কোনও অবকাশ নেই। মনঃসংযোগে সামান্যতম ফাটল ধরলেও তার বিরাট প্রভাব পড়তে পারে। প্রতিটা মুহূর্ত এগোতে হবে সতর্কতার সঙ্গে। যাই হোক, লিগ টেবিলটা এই মুহূর্তে আমাদের টিমের সকলের মগজেই জ্বলজ্বল করছে। যা মনঃসংযোগ ব্যাহত করতেই পারে। আমরা তাই এক-একটা ম্যাচ ফোকাস করে এগোচ্ছি। একটা ম্যাচ শেষ হলে তবেই পরের ম্যাচটা নিয়ে ভাবা শুরু। তার আগে মোটেও না।

লিগে যে চারটে ম্যাচ এখনও আমাদের বাকি, তার মধ্যে তিনটেই অ্যাওয়ে। অনেকেই ভাবতে পারেন এটা আমাদের কাছে একটা প্রতিকূলতা। কিন্তু আমার ছেলেরা যে কোনও পরিস্থিতিতেই নিজেদের খাপ খাইয়ে প্রত্যাশিত রেজাল্ট নিয়ে ফিরতে পারে, সে ব্যাপারে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। এই টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে আমাদের পারফরম্যান্স বেশ ভাল। আশা রাখি, ছেলেরা লিগের এই পর্যায়েও বাকি তিনটে অ্যাওয়ে ম্যাচে ভাল রেজাল্টই করবে। এ ধরনের পরিস্থিতিতে টিমের বাইরের সাপোর্টটা বেশ দরকারি। যেটা তফাত গড়ে দেয় অন্য টিমগুলোর সঙ্গে। তবে এই ব্যাপারে আমার টিম মালিকদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আটলেটিকো দে কলকাতাকে মডেল ক্লাব হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টার খামতি নেই। আর এটাই আমাদের শক্তির অন্যতম বড় স্তম্ভ।

Advertisement

এখন সব টিমের ভাবনাচিন্তাই চালিত হচ্ছে শেষ পর্যায়ে কত পয়েন্ট পাওয়া সম্ভব হবে তা নিয়ে। কারণ, এখনও ঠিক হয়নি কোন চারটে টিম প্লে-অফে যাবে। দৌড়ে আমরা ছাড়াও রয়েছে অনেকে। এই অবস্থায় একমাত্র জয়ই আপনাকে প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যেতে পারে। তাই এই পর্যায়ে প্রতিটা ম্যাচই শুধু আমাদের নয়, প্লে-অফের দৌড়ে থাকা সব দলের কাছেই মহাগুরুত্বপূর্ণ।

সব শেষে একটা ভাল খবর। চোট সারিয়ে দলে ফেরার অপেক্ষায় আমাদের কেভিন লোবো। সামনের দশ দিনের মধ্যেই টিমের সঙ্গে যোগ দেবে। এতে আমাদের আটলেটিকো দে কলকাতার ভারসাম্য যে আরও বাড়বে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন