ঋদ্ধির সঙ্গে জুটি নিয়ে শামি

‘সফল হয়েছি পরিশ্রম করে’

বিধ্বংসী জুটির অন্যতম মহম্মদ শামি বলছেন, এটা তাঁদের দু’জনেরই পরিশ্রমের ফল। শাস্ত্রীর এই তুলনার কথা শুনে গর্বিত হওয়ার সঙ্গে যেন লজ্জাতেও পড়ে গেলেন বাংলার পেসার।

Advertisement

রাজীব ঘোষ

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ০৪:১৬
Share:

ফেরা: টেস্ট সিরিজে দুরন্ত সাফল্যের পরে সপরিবারে কলকাতায় ফিরলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। বুধবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

সামনে মহম্মদ শামি, পিছনে ঋদ্ধিমান সাহা। বাংলার এই জুটিই এখন বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠছে ক্রমশ। বিরাট কোহালিদের বিপক্ষের স্কোরবোর্ডে প্রায়ই ফুটে উঠছে ‘ক সাহা বো শামি’। তাঁদের কোচ রবি শাস্ত্রীকে মনে করিয়ে দিচ্ছে সত্তর দশকের সেই দুর্ধর্ষ অস্ট্রেলীয় জুটি, কিপার রডনি মার্শ ও পেসার ডেনিস লিলি-কে। অস্ট্রেলিয়ার বিপক্ষের স্কোরবোর্ডে তখনও প্রায়ই দেখা যেত ‘ক মার্শ বো লিলি’।

Advertisement

বিধ্বংসী জুটির অন্যতম মহম্মদ শামি বলছেন, এটা তাঁদের দু’জনেরই পরিশ্রমের ফল। শাস্ত্রীর এই তুলনার কথা শুনে গর্বিত হওয়ার সঙ্গে যেন লজ্জাতেও পড়ে গেলেন বাংলার পেসার। বুধবার দেশে ফিরে আনন্দবাজার-কে বললেন, ‘‘ঋদ্ধির সঙ্গে আমার বোঝাপড়া এমনিতেই ভাল। তবে রবি স্যর যে দুই কিংবদন্তির সঙ্গে আমাদের তুলনা করেছেন, তা সত্যিই সম্মানের।’’

এই জুটির সাফল্যের রহস্য কি? নিয়মিত মহড়া?

Advertisement

শামি হেসে বলেন, ‘‘এর জন্য পরিশ্রমই আসল। আলাদা অনুশীলন নয়। আমি সবসময় নিখুঁত লাইন ও লেংথে বল করার চেষ্টা করি। ঋদ্ধিও দারুণ ভাবে আমার বল নজরে রাখে।’’ আরও ব্যাখ্যা করে শামি বলেন, ‘‘সবসময়ই আমার লক্ষ্য থাকে ব্যাটসম্যানকে হয় কট বিহাইন্ড করা, নয় বোল্ড করা। আর ঋদ্ধির রিফ্লেক্স যে কি অসাধারণ, তা তো আপনারা দেখতেই পান। সারা দিন ও একই রকম রিফ্লেক্সে কিপিংটা করে যেতে পারে। ক্রমশ উন্নতি করছে ও।’’

স্ত্রী-কন্যাকে নিয়েই গিয়েছিলেন শ্রীলঙ্কায়। এক দিকে সফল ক্রিকেটার, আবার অন্য দিকে সফল বাবা হয়ে ওঠারও চেষ্টা করছেন। দেশে ফিরেই সন্ধেয় মেয়েকে ডাক্তারের কাছে রুটিন চেক-আপে নিয়ে যাওয়ার কথা ভুললেন না। সেখান থেকে ফিরে আবার ক্রিকেট-ভাবনায়। শরীর বিশ্রামে থাকলেও চিন্তা-ভাবনায় ক্রিকেটের আনাগোনা সবসময়।

আরও পড়ুন: ‘কট সাহা বোল্ড শামি’তে মুগ্ধ কোচ

সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। সুইং ও রিভার্স সুইংয়ে তাই আরও বেশি শান দেবেন শামি। শ্রীলঙ্কাতেই তার কিছুটা আঁচ পাওয়া গিয়েছে। নিজের এই দুই অস্ত্রকে আগামী এক মাসে আরও ধারালো করে তুলতে চান ভারতীয় দলের অন্যতম সেরা স্ট্রাইক বোলার। বললেন, ‘‘মাঠে সবসময়ই একশো শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা করি। শ্রীলঙ্কায় সুইং আর রিভার্স সুইংয়ে জোর দিয়েছিলাম। এই দুটো অস্ত্রকেই আরও ধারালো করে তোলার চেষ্টা করছি। আশা করি পরের সিরিজে দুটোরই ধার আরও বাড়াতে পারব।’’

চোটের জন্য গত মরসুমে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাইরে বসেই কাটাতে হয়েছিল। তাই আসন্ন ওয়ান ডে সিরিজে বল করার জন্য মুখিয়ে রয়েছেন। আর সেই সিরিজেই এখন চলে গিয়েছে শামির মন। বলেন, ‘‘আসলে ১০০ শতাংশ ফিট না হয়ে খেলা ঠিক না। পুরো ফিট হয়ে খেলার মজাই আলাদা। তবে এ বার আশা করি আর তা হবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামাই এখন আমার লক্ষ্য। টেস্ট সিরিজে ড্রেসিংরুমে বসে ম্যাচগুলো দেখতে ভাল লাগেনি মোটেই। শ্রীলঙ্কায় বোলিং করে দারুণ লেগেছে। বুঝতেই পারছি, আগের জায়গায় ফিরে এসেছি।’’

স্মিথদের বিরুদ্ধে নতুন কিছু করে দেখাতেও পারেন। জানিয়ে দিলেন, ‘‘সব সময়ই বোলিং নিয়ে ভাবি। নতুন কী করা যায়। হাতে তো সময়ও আছে। নতুন কিছু হয়তো থাকবে।’’ তবে সেটা কী, এখনই ফাঁস করতে চান না।

ক’দিন বিশ্রামের পরেই ফিরবেন মাঠে। অনুশীলন করতে চান সেই ঋদ্ধির সঙ্গেই। বাংলা দলের নেটে। না হলে এনসিএ-তে। বললেন, ‘‘বাংলা দলের সঙ্গে করতে পারলে তো খুবই ভাল হয়। এনসিএ-তে প্র্যাকটিস করতে পারলে আরও ভাল হবে। দেখা যাক কোথায় সুযোগ হয়। তবে তাড়াতাড়িই প্র্যাকটিসে ফিরব। বেশি দিন বিশ্রামে থাকা যাবে না।’’

মাঠে যখন ফিরেছেন, তখন আর বেরোতে চান না শাস্ত্রীর ‘নতুন লিলি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন