Cricket

‘সাফল্যের রহস্য’ জানতে চাওয়ায় পাণ্ড্যকে বিরাট বলেন...

এক নম্বর জায়গা থেকে পদস্খলন হলে সেই জায়গায় পৌঁছনোর জন্য আবার পরিশ্রম শুরু করে দেন তারকা ভারতীয় ক্রিকেটাররা।

Advertisement

সংবাদ সংস্থা 

মুম্বই শেষ আপডেট: ২৭ জুন ২০২০ ১৪:০৪
Share:

কোহালির কাছ থেকে সাফল্যের মন্ত্র পেলেন পাণ্ড্য। — ফাইল চিত্র।

বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা এত সফল কেন? এই প্রশ্ন করা হয়েছিল ভারতের অ‌লরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে। বরোদা ক্রিকেট সংস্থার অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের সঙ্গে কথা বলার সময়ে পাণ্ড্যকে এই প্রশ্ন করা হয়।

Advertisement

দিন দু’য়েক আগেই ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে কথা হয়েছে পাণ্ড্যর। সেই প্রসঙ্গ উত্থাপন করে ভারতের অলরাউন্ডার বলেন, ‘‘দিন দু’য়েক আগেই বিরাটের সঙ্গে আমার কথা হচ্ছিল। বিরাটকে প্রশ্ন করি, তোমার সাফল্যের রহস্য কী?’’

পাণ্ড্যর প্রশ্নের জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘‘তোমার মানসিকতা ঠিকই আছে। তবে তোমাকে একটা ব্যাপারে নজর দিতে হবে। এক নম্বর হওয়ার খিদে থাকতে হবে তোমার মধ্যে। তবে সেটা করতে গিয়ে অন্যায় ভাবে অন্য কাউকে সরালে চলবে না। কঠিন পরিশ্রম, নিজের প্রতিভার জোরেই এক নম্বর স্থান দখল করতে হবে। এটাই হওয়া উচিত।’’

Advertisement

আরও পড়ুন:আইপিএল ছিল উৎসবের মতো, ম্যাচের শেষে পার্টি ছিল মাস্ট’, বলছেন প্রাক্তন নাইট তারকা

কোহালির এ হেন মন্তব্যেই পাণ্ড্যর কাছে পরিষ্কার হয়ে যায়, ভারত অধিনায়ক কেন এত সফল তাঁর কেরিয়ারে। পাণ্ড্য বলছেন, ‘‘বিরাট, রোহিত শর্মা, এমএস ধোনির মতো ক্রিকেটার দু’নম্বর হওয়ার জন্য খেলে না। ওরা দু’নম্বর হতেই চায় না। ওরা যদি প্রথম স্থান হারায়ও, তা হলেও তা নিয়ে বেশি ভাবনাচিন্তা করে না।’’

প্রতিভা, পরিশ্রমের জোরে এক নম্বর স্থান ফের দখল করার চেষ্টা করে এই তারকা ভারতীয় ক্রিকেটাররা। পাণ্ড্য এমনটাই জানিয়েছেন উঠতি প্রতিভাদের। এক নম্বর জায়গা থেকে পদস্খলন হলে সেই জায়গায় পৌঁছনোর জন্য আবার পরিশ্রম শুরু করে দেন তারকা ভারতীয় ক্রিকেটাররা। পাণ্ড্য বলছেন, ‘‘সেরা হওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। সে তুমি বোলার হও বা ব্যাটসম্যান। জীবনে তোমার প্রতিদ্বন্দ্বী তুমিই, এ ভাবেই দেখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন