BBCI

‘তোমার অনুপস্থিতি আমায় কাঁদায়’, কাকে মনে পড়ল হার্দিক পাণ্ড্যর?

হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগেই প্রয়াত হন তাঁর বাবা। সেই শোক এখনও পুরপুরি কাটিয়ে উঠতে পারেননি হার্দিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৫
Share:

বাবার সঙ্গে হার্দিক

২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন বাবাকে নতুন এসইউভি গাড়ি উপহার দেন হার্দিক পাণ্ড্য। বাবাকে রীতিমতো চমকে দেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগেই প্রয়াত হন তাঁর বাবা। সেই শোক এখনও পুরপুরি কাটিয়ে উঠতে পারেননি হার্দিক। মঙ্গলবার আবার সেই ভিডিও টুইটারে আপলোড করলেন হার্দিক।

Advertisement

টুইটে হার্দিক লেখেন, ‘তোমার অনুপস্থিতি আমায় কাঁদায়। লজেন্স পেয়ে বাচ্চাদের মুখ যেমন খুশিতে ভরে ওঠে, তেমনই তোমার মুখের হাসি দেখতে আমার ভাল লাগে। বাবা তোমায় ভালবাসি’।

Advertisement

তাঁর বাবা যখন প্রয়াত হন, তখন অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন হার্দিক। তাঁর ভাই ক্রুনাল তখন বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলছেন। খবর পেয়ে সব ছেড়ে দ্রুত ছুটে আসেন দুই ভাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement