Sports News

ধোনির জায়গা নিতে চান হার্দিক!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ এখন ফাইনাল। যদিও সেই ম্যাচ নিয়ে কোনও উত্তেজনা নেই হার্দিকের মধ্যে। জেতা ছাড়া কিছুই ভাবছে না ভারতীয় দল। শেষ ম্যাচে নিজের সেরা খেলাটাই খেলতে চাইছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ১৬:৪১
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

ধোনির জায়গা নিতে পারবেন কি না তা সময়ই বলবে কিন্তু দেশের হয়ে ম্যাচ ফিনিশার হতে চান হার্দিক পাণ্ড্য। এখনও তেমনভাবে উঠে আসতে পারেননি। কিন্তু মনে মনে সেই স্বপ্নই দেখেন। একদিন দেশের জার্সিতে ম্যাচ উইনার হবেন তিনি, তাঁর নামের পাশে লেখা হবে ‘হার্দিক পাণ্ড্য আ ফিনিশার’। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ান ডেতে যদিও সেই কাজটি করার সুযোগ এসেছিল কিন্তু পারেননি। ৩১ বলে ২৯ রান দরকার ছিল ভারতের। যে সময় হার্দিক আউট হয়ে ফেরেন প্যাভেলিয়নে। তখন তাঁর রান ২১ বলে ২০। যে ম্যাচ ১১ রানে হেরে গিয়েছিল ভারত।

Advertisement

আরও খবর: ভারতের বিরুদ্ধে টি২০ দলে ক্রিস গেইল

উল্টোদিকে ছিলেন বিশ্বের সেরা ফিনিশারদের মধ্যে একজন। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। এই ম্যাচে তাঁর মন্থরতম হাফ সেঞ্চুরি (১১৪ বলে ৫৪ রান) নিয়ে কম সমালোচনা হয়নি। শেষের দিকে তাঁর ক্রিকেট কেরিয়ার। সেই অবস্থায় ভারতীয় দলের ফিনিশার হিসেবে যদি উঠে আসেন নবাগত কেউ তা হলে ভারতীয় দলের জন্য ভাল খবর। আর ঠিক তেমনটাই চাইছেন হার্দিক। বলেন, ‘‘আমি আর ধোনি আত্মবিশ্বাসী ছিলাম ১৯০ রানের টার্গেট পেড়িয়ে যেতে পারব। আমরা ভেবেছিলাম আগে লক্ষ্য ক্রিজে টিকে থাকা। তার পর রানের লক্ষ্যে নামা। ২৯ বলে ৩১ রানের লক্ষ্যে আমরা ব্যাট করেছি। কিন্তু এদিন আমরা ফিনিশ করতে পারিনি। আমি দলের হয়ে ম্যাচ শেষ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা পারিনি। এটা একটা শিক্ষা।’’

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ এখন ফাইনাল। যদিও সেই ম্যাচ নিয়ে কোনও উত্তেজনা নেই হার্দিকের মধ্যে। জেতা ছাড়া কিছুই ভাবছে না ভারতীয় দল। শেষ ম্যাচে নিজের সেরা খেলাটাই খেলতে চাইছেন তিনি। রবীন্দ্র জাডেজার জন্য রান আউট হতে হয়েছিল। মাঠের মধ্যে রেগে গেলেও পরে ড্রেসিংরুমে ফিরে যে তাঁর মাথা ঠান্ডা হয়ে যায় সেটাও জানিয়েছেন হার্দিক। বলেন, ‘‘মাত্র তিন মিনিট সময় লেগেছিল। সেই সময় একটা রাগের বহিঃপ্রকাশ হয়েছিল। রেগে গিয়েছিলাম আর কিছুক্ষণ পরেই সবার সঙ্গে হাসি মজায় মেতে উঠেছিলাম। আমার দিকে তাকিয়ে দলের অনেকেই হেসে ফেলেছিল সেই সময়।’’

অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে হার্দিক পাণ্ড্য।

নিজের এই উত্থান নিয়ে, নিজের ক্রিকেট জীবনের চলা নিয়ে খুশি হার্দিক। ব্যাটে-বলে আমি যা করছি তাতে আমার কোনও হতাশা নেই। আর এটাও নিশ্চিত করেছেনযে কোনও পরিস্থিতিতে তিনি খেলতে তৈরি। নিজেকে একজন অল-রাউন্ডার হিসেবে দেখতে চান তিনি। বড় ছক্কার জন্য ভারতীয় ক্রিকেটে তাঁর নাম রয়েছে। বেশ কিছু ম্যাচ উইনিং ইনিংসও রয়েছে তাঁর দখলে। বিরাট কোহালির সাহচর্যে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখেছেন বলেও দাবি করেন তিনি। বলেন, ‘‘বিরাট আমাকে অনেক সাহায্য করেছে। আমার মনে আছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আমি ম্যাচ শেষ করেছিলাম। ৪৩ বলে ৪০ রানের ইনিংস ছিল। সেদিন বিরাট আমাকে বলেছিল এই ইনিংসের পুনরাবৃত্তি চাই।’’ এখনও পর্যন্ত দুটো হাফ সেঞ্চুরিসহ ১৮টি উইকেট রয়েছে হার্দিকের ঝুলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন