Harsha Bhogle

হর্ষের সেরা ভারতীয় টেস্ট একাদশ নিয়ে তুমুল বিতর্ক

ভারতের সর্বকালের সেরা টেস্ট দলে কারা ঠাঁই পাবেন, তা নিয়ে আলোচনা হয় বিস্তর। প্রখ্যাত ধারাভাষ্যকার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, সেরা দল বেছে নিয়েছেন অনেকেই। এবং যথারীতি তা নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। কিন্তু এ বার হর্ষ ভোগলে যে দল বাছলেন, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর বিতর্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৬ ১৪:৫৪
Share:

হর্ষ ভোগলের টিম

ভারতের সর্বকালের সেরা টেস্ট দলে কারা ঠাঁই পাবেন, তা নিয়ে আলোচনা হয় বিস্তর। প্রখ্যাত ধারাভাষ্যকার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, সেরা দল বেছে নিয়েছেন অনেকেই। এবং যথারীতি তা নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। কিন্তু এ বার হর্ষ ভোগলে যে দল বাছলেন, তা নিয়ে শুরু হয়েছে বিস্তর বিতর্ক। বিতর্কের মূল কারণ, দলে বিনু মাঁকর, বিজয় হাজারে থেকে শুরু করে বেদী-চন্দ্রশেখর-প্রসন্নর মতো ক্রিকেটারদের অনুপস্থিতি। হর্ষের অবশ্য দাবি, “আমি দল নির্বাচন একদমই করতে পারি না।” প্রবল বিতর্ক হওয়ায় অবশ্য ১৯৭০-এর আগে এবং পরের দু’টি আলাদা দল বেছে নিয়েছেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক হর্ষের সেই বিতর্কিত দলে কারা রইলেন।

Advertisement

আরও পড়ুন- তিন নম্বরে পূজারা ছাড়া আর কাউকে ভাবা যাচ্ছে না

আরও পড়ুন- বাঙালির দুর্গাপুজো, নতুন রূপে নতুন সাজে

Advertisement

আরও পড়ুন- পুজো করে পেটপুজো, অভিনব আয়োজন রেস্তোরাঁয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement