স্বল্পবসনা অ্যাঙ্করকে রিফিউজ করলেন হাসিম আমলা

তৈরি হয়ে গিয়েছিল সেট। স্টুডিওতে সেজেগুজে রেডি অ্যাঙ্কর। প্রখ্যাত ক্রিকেটরের লাইভ সাক্ষাত্কার অনএয়ার হওয়া সময়ের অপেক্ষা। ঠিক তখনই বেঁকে বসলেন খোদ গেস্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১৬
Share:

তৈরি হয়ে গিয়েছিল সেট। স্টুডিওতে সেজেগুজে রেডি অ্যাঙ্কর। প্রখ্যাত ক্রিকেটরের লাইভ সাক্ষাত্কার অনএয়ার হওয়া সময়ের অপেক্ষা। ঠিক তখনই বেঁকে বসলেন খোদ গেস্ট। বললেন, অ্যাঙ্করের পোশাক ‘অশালীন’। এখুনি শর্ট স্কার্ট আর লো নেক টপ পাল্টে না আসলে তিনি মোটেও সাক্ষাত্কার দেবেন না। সাফ জানালেন। চ্যানেল কর্তৃপক্ষ তখন বিশ বাঁও জলে। বাধ্য হয়ে অ্যাঙ্করের কাছে নির্দেশ যায় পোশাক পরিবর্তনের।

Advertisement

অতিথির নাম হাসিম আমলা। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান চিরকালই ক্রিকেট দুনিয়ায় গোঁড়া ধার্মিক বলে পরিচিত। তাঁর জেদের জেরে পোশাক বদলাতে এবার বাধ্য হলেন ওই ভারতীয় অ্যাঙ্কর।

ভারতীয় বংশোদ্ভূত আমলা ধর্মীয় কারণে এর আগে ‘ক্যাসল’ বিয়ারের লোগো দেওয়া টিম জার্সি পরতে অস্বীকার করে ছিলেন। এর জন্য ৫০০ মার্কিন ফাইন দিতেও পিছপা হননি।

Advertisement

আরও পড়ুন-
ডেটিং বিতর্কের পর গেইলের বিরুদ্ধে মুখ খুলছেন আরও মহিলা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement