খন্নার সঙ্গে সাক্ষাৎ, দাবি হাসিনের

হাসিনের কাছে এ দিন জানতে চাওয়া হয়েছিল, বোর্ড কর্তার কাছে তদন্ত রিপোর্ট চেয়েছেন কি না। জবাবে শামি-পত্নী বলেন, ‘‘এ ব্যাপারে পরে উত্তর দেবেন বলে জানিয়েছেন। উত্তর না পাওয়া পর্যন্ত দিল্লি ছাড়ব না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০৪:১৫
Share:

লড়াই: রাজধানীতে রণনীতি সাজাচ্ছেন হাসিন। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সময় দিয়েও তাঁর সঙ্গে দেখা করতে পারেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত কর্তা সি কে খন্না। অবশেষে শুক্রবার এই বোর্ড কর্তার সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা দাবি করলেন ভারতীয় পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।

Advertisement

এ দিন সন্ধ্যায় নয়াদিল্লি থেকে ফোনে হাসিন বললেন, ‘‘দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত কর্তা সি কে খন্নার সঙ্গে দেখা করে বিস্তারিত জানিয়েছি। উনি সব মন দিয়ে শুনেছেন।’’

নয়াদিল্লি পা রেখেই হাসিন জানিয়েছিলেন, ‘‘বোর্ড কীসের ভিত্তিতে শামিকে নির্দোষ ঘোষণা করল, তা জানতে চাইব। কেন তদন্ত রিপোর্ট প্রকাশ করা হল না ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়াবসাইটে, সেটাও জানার আছে। বোর্ড কর্তার কাছে সেই তদন্ত রিপোর্টের প্রতিলিপিও চাইতে পারি।’’

Advertisement

হাসিনের কাছে এ দিন জানতে চাওয়া হয়েছিল, বোর্ড কর্তার কাছে তদন্ত রিপোর্ট চেয়েছেন কি না। জবাবে শামি-পত্নী বলেন, ‘‘এ ব্যাপারে পরে উত্তর দেবেন বলে জানিয়েছেন। উত্তর না পাওয়া পর্যন্ত দিল্লি ছাড়ব না।’’ এ দিন রাতেই বা শনিবার সকালে রাজধানী থেকে ফেরার কথা ছিল হাসিনের। ফলে চলতি সপ্তাহে তাঁর কলকাতায় না ফেরার সম্ভাবনা বাড়ছে।

জানা গিয়েছে, এ দিন সি কে খন্নার সঙ্গে দেখা করার পরে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল-র সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন হাসিন। কিন্তু হাসিন বলেন, ‘‘রাজীব শুক্ল ছিলেন না। তাই দেখা হয়নি আজ।’’

পাশাপাশি, এ দিন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে প্রচারমাধ্যমকেও এক হাত নেন শামি-পত্নী। যেখানে তিনি লিখেছেন, ‘‘কোনও মতেই লড়াই থেকে পিছিয়ে আসার প্রশ্ন নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন