Cricket

ধোনির যে সিদ্ধান্তগুলির জন্য ডিআরএস-কে বলা হয় ‘ধোনি রিভিউ সিস্টেম’

পন্থের ব্যর্থতার মধ্যে ক্রিকেটপ্রেমীরা স্মরণ করলেন ধোনির নেওয়া নিখুঁত কয়েকটা ডিআরএস-সিদ্ধান্ত। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রাক্তন অধিনায়কের নেওয়া সেরা পাঁচটি রিভিউ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০৮:৩০
Share:
০১ ১১

ডিআরএস নেওয়ার ক্ষেত্রে তাঁর মতই ছিল শেষ কথা। সেই মহেন্দ্র সিংহ ধোনি আপাতত জাতীয় দলের বাইরে। তাঁর উত্তরসূরি হিসাবে যাঁকে বেছে নেওয়া হয়েছে, সেই ঋষভ পন্থ হতাশ করেছেন ডিআরএস নেওয়ার ক্ষেত্রে। ধোনির ঠিক কোন সিদ্ধান্তগুলি তাঁকে ডিআরএস ঈশ্বর তৈরি করেছে? দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি সিদ্ধান্ত।

০২ ১১

এশিয়া কাপ ২০১৮— পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর-এর ম্যাচে নেমেছিল ভারত। যুজেবন্দ্র চহালের বল এসে লেগেছিল ইমাম উল হকের প্যাডে। আম্পায়ার আউট দেননি। উইকেটের পিছনে দাঁড়ানো ধোনি সঙ্গে সঙ্গেই রিভিউ চান। সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছিলেন রোহিত শর্মা। ‘হিটম্যান’কে রিভিউ নিতে রাজি করান মাহি।

Advertisement
০৩ ১১

রোহিতও রিভিউ চেয়ে নেন। দেখা যায়, চহালের বল ইমামের স্টাম্প ভেঙে দিচ্ছে। আউট দেওয়া হয় ইমাম উল হককে। ধোনির সিদ্ধান্তের জন্যই পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ইমামের উইকেট পায় ভারত।

০৪ ১১

লিডস ২০১৮— ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ ৩১ তম ওভারে বিরাট কোহালি ও সুরেশ রায়নাকে প্যাভিলিয়নে ফেরান। দুটো উইকেট দ্রুত হারিয়ে জোর ধাক্কা খায় ভারতীয় দল। বল করতে এসে মইন আলির বল আছড়ে পড়ে ধোনির প্যাডে। আম্পায়ারও আউট দিয়ে দেন।

০৫ ১১

কিন্তু, ধোনি অন্য কিছু ভেবেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ চান ধোনি। বুঝতে পেরেছিলেন বলটা কোনওমতেই উইকেটে লাগবে না। কারণ বলটা যথেষ্ট উঁচুতে ছিল। রিভিউয়ে দেখা যায় ধোনিই ঠিক।

০৬ ১১

২০১৭ সালে পুণেয় ভারত-ইংল্যান্ড ম্যাচ — ২০১৭ সালের ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩৫০ রান তোলে। আরও বেশি রান তুলতেই পারত ইংল্যান্ড। সেই সময়ে হার্দিক পাণ্ড্যর বলে মর্গ্যানের ক্যাচ নিয়ে রিভিউ নেওয়ার জন্য কোহালিকে রাজি করান ধোনি।

০৭ ১১

অধিনায়ক বিরাট কোহালিও ধোনির কথামতো রিভিউ নেন। রিভিউয়ে দেখা যায় ক্যাচটা ঠিকঠাকই নেওয়া হয়েছে।

০৮ ১১

ইংল্যান্ডের বিরুদ্ধে রিভিউ চাওয়ায় বেঁচে যান যুবরাজ — ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে যুবরাজ সিংহকে আউট দিয়ে দেন আম্পায়ার। মাঠের ভিতরে থাকা সবাই ধরেই নেন যুবরাজ আউট। যুবি নিজেও বিশ্বাস করেছিলেন তিনি আউট। নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো ধোনি রিভিউ চান।

০৯ ১১

রিভিউয়ে দেখা যায়, যুবির ব্যাট ছুঁয়ে আসা বল ইংল্যান্ডের উইকেট কিপার জস বাটলার তালুবন্দি করার আগে তা মাটি ছোঁয়। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত বদলান। যুবিকে নট আউট ঘোষণা করা হয়। তার পরে রুদ্রমূর্তি ধরেন যুবরাজ। ১৫০ রান করেছিলেন তিনি। ধোনিও ১৩৪ রানের ইনিংস খেলেন।

১০ ১১

চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচে রিভিউয়ের সিদ্ধান্ত— ২০১৮ সালের আইপিএলে নাইট শিবিরের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিনকে তালুবন্দি করেন ধোনি। আম্পায়ার লিনকে নট আউট দেন। কারণ তাঁর মনে হয়েছিল ধোনি ক্যাচ ধরার আগে লিনের প্যাড ছুঁয়ে বল যায়।

১১ ১১

লিনের ব্যাট স্পর্শ করেনি বল। কিন্তু, ধোনি অন্য কিছু ভেবে রেখেছিলেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকার ফলে তিনি শুনতে পেয়েছিলেন লিনের ব্যাটে লাগে বল। আম্পায়ার তাঁর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement