Hima Das

Hima Das: সোনা জিতে প্রত্যাবর্তন হিমার

শনিবার চেন্নাইয়ে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতলেন অসমের মেয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২২ ০৮:০২
Share:

স্বস্তি: আন্তঃরাজ্য অ্যাথলেটিক্সে নেমেই সোনা হিমার। ছবি: টুইটার।

গত এশিয়ান গেমস থেকে পদক আনলেও টোকিয়ো অলিম্পিক্সে চোটের জন্য যেতে পারেননি তিনি। সেই হিমা দাস চোটমুক্ত হয়ে জাতীয় স্তরে প্রত্যাবর্তন ঘটালেন স্বমহিমায়। শনিবার চেন্নাইয়ে জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতলেন অসমের মেয়ে। সময় নেন ১১.৪৩ সেকেন্ড।

Advertisement

এই সাফল্যের পরেই ২২ বছর বয়সী এই অ্যাথলিট বলে দিয়েছেন, ‍‘‍‘এই প্রতিযোগিতার আগে তুরস্কে গিয়ে প্রস্তুতি সেরে এসেছি। লক্ষ্য ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে যাওয়া। সেখানে সোনা জিততে চাই। গত কয়েক বছর হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছি। আশা করি, এ বার সেটা সমস্যা হবে না।’’ এর আগে সেমিফাইনালেও ভাল দৌড়েছিলেন হিমা। সেখানে তিনি সময় করেন ১১.৫৪ সেকেন্ড। তবে তিনি তৃতীয় হয়েছিলেন। ভারতীয় অ্যাথলেটিক্সে হিমা ২০১৮ সালে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জেতেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন