ICC World Test Championship

কী হলে কোহালিরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

শীর্ষে রয়েছে ভারত। তাদের জয়ের শতকরা হার ৭১.৭ শতাংশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৪:০৭
Share:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে ভারত। ছবি: বিসিসিআই

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম চারটি দল ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই চারটি দলের মধ্যে জয়ের শতকরা হারের (এটাকেই বিচার্য ধরা হচ্ছে) ব্যবধান মাত্র ৩।

Advertisement

শীর্ষে রয়েছে ভারত। তাদের জয়ের শতকরা হার ৭১.৭ শতাংশ। এরপর রয়েছে নিউজিল্যান্ড (৭০ শতাংশ), অস্ট্রেলিয়া (৬৯.২ শতাংশ), ইংল্যান্ড (৬৮.৭ শতাংশ)। শ্রীলঙ্কাকে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে হারিয়ে ইংল্যান্ড জয়ের শতাংশের বিচারে অনেকটাই ওপরে চলে এসেছে। দেখে নেওয়া যাক আগামী সিরিজগুলোয় কী হলে কী হবে।

ভারত

Advertisement

স্থান: শীর্ষে

শতকরা জয়: ৭১.৭

খেলা বাকি: ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

অন্তত দুই ম্যাচের ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে হবে। অর্থাৎ ৪-০, ৩-০, ৩-১ বা ২-০ ফলে জিততে হবে ভারতকে। যদি ০-৩ বা ০-৪ ব্যবধানে হারে ভারত, তাহলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাবে।

নিউজিল্যান্ড

স্থান: দ্বিতীয়

শতকরা জয়: ৭০.০

খেলা বাকি: নেই

যেহেতু খেলা বাকি নেই নিউজিল্যান্ডের, তাদের অন্য দলগুলির ফলাফলের ওপর তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই। ইংল্যান্ড যদি তাদের বাকি সব ম্যাচ জেতে এবং একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা যদি ৩-০ বা ২-০ ফলে অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে ফাইনালে উঠতে পারবে না নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া

স্থান: তৃতীয়

শতকরা জয়: ৬৯.২

ম্যাচ বাকি: দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩ টেস্টের সিরিজ (অনিশ্চিত)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অন্তত দুটি টেস্ট জিততে হবে। অন্য ম্যাচটি হারলে চলবে না। সিরিজ হারলে বিদায়। অন্য ফলাফল হলে বাকি দলগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

ইংল্যান্ড

স্থান: চতুর্থ

শতকরা জয়: ৬৮.৭

ম্যাচ বাকি: ভারতের মাটিতে ৪ টেস্টের সিরিজ

ভারতকে ৩-০ বা ৪-০ ফলে হারাতে হবে। অন্য ফলাফল হলে বাকি দলগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের ফাইনালে ওঠার কোনও সম্ভাবনাই নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন