সচিনকে কী ভাবে অস্বস্তিতে ফেললেন যুবরাজ

মাঠেই দেখা ক্রিকেটের ভগবানের সঙ্গে। যাঁকে দেখে ক্রিকেটার হওয়ার শখ। যাঁকে দেখে প্রতিদিন নিজেকে তৈরি করে নেওয়া। একটা সময়ের পর যাঁর সঙ্গে ড্রেসিংরুমও ভাগাভাগি করে নেওয়ার সৌভাগ্য হয়েছিল। এখনও যাঁর সামনে মাথা নত হয়ে যায় সহজেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ১৬:৩১
Share:

মাঠেই দেখা ক্রিকেটের ভগবানের সঙ্গে। যাঁকে দেখে ক্রিকেটার হওয়ার শখ। যাঁকে দেখে প্রতিদিন নিজেকে তৈরি করে নেওয়া। একটা সময়ের পর যাঁর সঙ্গে ড্রেসিংরুমও ভাগাভাগি করে নেওয়ার সৌভাগ্য হয়েছিল। এখনও যাঁর সামনে মাথা নত হয়ে যায় সহজেই। সেরকমই এক দৃশ্য দেখল রবিবারের বিশাখাপত্তনম। ক্রিকেট মাঠে কবে এই অভূতপূর্ব দৃশ্য দেখা গিয়েছে মনে পড়ছে না। আইপিএল-এর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই ছবি। যা ভাইরাল হয়ে গেল সঙ্গে সঙ্গেই। বিশাখাপত্তনমের মাঠে তখন মুম্বইকে নাস্তানাবুদ করে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শেষে মাঠে নেমে এসেছিলেন সচিন তেন্ডুলকর। হয়ত দলের পাশে থাকার জন্যই। কিন্তু তাঁকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দিলেন যুবরাজ সিংহ।

Advertisement

বাউন্ডারি লাইনের সামনেই দেখা জাতীয় দলের দুই তারকার। সঙ্গে সঙ্গেই ভরা মাঠে সচিনকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বসলেন যুবি। তাঁকে আটকাতে দু’পা সরেও গেলেন সচিন। কিন্তু যুবি তো ছাড়ার পাত্র নন। প্রণাম করেই ছাড়লেন। সেই দৃশ্য দেখল পুরো স্টেডিয়াম। আর সেই ছবি দেখল পুরো বিশ্ব।

আরও খবর

Advertisement

‘বিশ্রাম নয় গেইলকে বাদ দেওয়া হয়েছিল’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement