লিন ডানকে হারিয়ে চমক প্রণয়ের

লিনের বিরুদ্ধে প্রথম গেমেই ২১-১৫ এগিয়ে যান প্রণয়। দ্বিতীয় গেমে ৯-২১ পিছিয়ে গিয়েছিলেন এক সময় প্রণয়। কিন্তু তৃতীয় গেমে হাল ছাড়েননি প্রণয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০৪:২৯
Share:

দুরন্ত: লিন ডানের বিরুদ্ধে আবার সফল প্রণয়। ফাইল চিত্র

ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে লিন ডানকে হারিয়ে চমক ভারতীয় তারকা এইচ এস প্রণয়ের। এর আগেও ২০১৫ সালে ফরাসি ওপেনে চিনের ব্যাডমিন্টন কিংবদন্তিকে হারিয়েছিলেন তিনি। আরও এক বার প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়নকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠলেন ভারতীয় তারকা।

Advertisement

লিনের বিরুদ্ধে প্রথম গেমেই ২১-১৫ এগিয়ে যান প্রণয়। দ্বিতীয় গেমে ৯-২১ পিছিয়ে গিয়েছিলেন এক সময় প্রণয়। কিন্তু তৃতীয় গেমে হাল ছাড়েননি প্রণয়। বিপক্ষকে ২১-১৪ হারিয়ে পরবর্তী পর্বে ওঠেন তিনি। ইন্দোনেশিয়া ওপেনে নামার আগে চোটের জন্য বেশ কয়েকটি প্রতিযোগিতায় নামতে পারেননি প্রণয়। প্রত্যাবর্তনের পরে প্রথম ম্যাচ জেতার পরে প্রণয় বলেছেন, ‘‘আমি অত্যন্ত খুশি। চোটের জন্য বেশ কয়েকটি মাস কোর্টের বাইরে থাকতে হয়েছে। আরও এক বার লিন ডানের মতো খেলোয়াড়কে হারাতে পেরে সত্যিই আমি আপ্লুত। কোর্টের পরিবেশও বেশ কঠিন ছিল।’’ ভারতীয় তারকা আরও বলেছেন, ‘‘প্রথম গেম জেতার পরেই ছন্দ পেয়ে গিয়েছিলাম। তার পরে দ্বিতীয় গেমে ১১ পয়েন্টে পিছিয়ে গেলেও নিজের ওপর আস্থা হারাইনি। এ বার দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি শুরু করব।’’ ইন্দোনেশিয়ায় দ্বিতীয় রাউন্ডে প্রণয়ের প্রতিপক্ষ চিনা তাইপের ওয়াং জ়ু ওয়েই। ভারতের সাই প্রণীতকে ২১-১০, ২১-১৩ হারিয়েছেন তিনি।

অন্য দিকে ডেনমার্কের র‌্যাসমাস গেমকেকে ২১-৯, ১২-২১, ২২-২০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ভারতের সমীর বর্মা। পাশাপাশি মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ইন্দোনেশিয়ার দিনার দিয়াহ আয়ুস্টিনকে ২১-১২, ২১-১২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন