অন্য বিরাট। বিজ্ঞাপনের মডেল। ছবি: টুইটার।
মাসখানেক আগে কথাটা বলেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। বলেছিলেন যে, আসন্ন ভারত সফরে ভাল কিছু করতে হলে বিরাট কোহালিকে টার্গেট করা দরকার। রাগিয়ে, খুঁচিয়ে। তাতে নাকি লাভ হলেও হতে পারে।
মাসখানেক পর অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফর নিয়ে মুখ খুললেন আর একজন। স্মিথের মতো ইনিও অস্ট্রেলীয়, কিন্তু প্রাক্তন। ক্রিকেট বিশ্ব যাঁকে মিস্টার ক্রিকেট নামে চেনে, জানে, সেই মাইক হাসি। যিনি ঘুরিয়ে যেন স্মিথকে সতর্কবার্তা দিয়ে বুঝিয়ে দিলেন, আর যা-ই হোক বিরাট কোহালিকে রাগাতে যাওয়া ঠিক হবে না! ঠিক হবে না, কোহালিকে স্লেজ করা।
হাসির কাছে কোহালি এক কথায়, ‘অস্ট্রেলিয়ার পাবলিক এনিমি নাম্বার ওয়ান।’ যাঁকে স্লেজ করে চটিয়ে দিলে হিতে-বিপরীত হতে পারে বলে মনে হচ্ছে হাসির। তার চেয়ে বরং কোহালিকে নিয়ে প্ল্যান করা ভাল। ভাবা ভাল, কী ভাবে কোহালিকে দ্রুত আউট করা সম্ভব হবে। ‘‘অস্ট্রেলিয়ার দিক থেকে দেখলে কোহালি এখন এক নম্বর শত্রু। যত দ্রুত সম্ভব ওকে ফেরাতে হবে। আমি হলে অন্তত কোহালিকে খেপিয়ে দিতাম না। ও প্রচণ্ড কঠিন এক প্রতিদ্বন্দ্বী। লড়াইটা করতে ও ভালবাসে, মাঠের যুদ্ধটা পছন্দ করে,’’ ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলে দিয়েছেন ‘মিস্টার ক্রিকেট’। ‘‘আমি হলে বরং একটা পরিষ্কার প্ল্যান তৈরি করতাম। কী ভাবে ওকে তাড়াতাড়ি আউট করা যায়। কোহালিকে স্লেজ করে কোনও লাভ নেই। বরং তাতে ও আরও তেতে যায়।’’
হাসি পরিষ্কার বলে দিচ্ছেন, সিরিজের রেজাল্ট কে কতটা মাঠে গালিগালাজ করল, কতটা স্লেজ করল, তার উপর নির্ভর করবে না। নির্ভর করবে কে কতটা ভাল খেলল, তার উপর। ‘‘যারা নিজেদের স্কিলকে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে, তারাই জিতবে। কে কতটা আগ্রাসী হল, বা কতটা গালিগালাজ করল মাঠে জেতা তার উপর নির্ভর করবে না,’’ বলে দিচ্ছেন হাসি। তাঁর আরও মনে হচ্ছে, দুই অধিনায়কের মধ্যে যুদ্ধ সিরিজ ঠিক করে দেবে। ‘‘কোহালিকে এই মুহূর্তে খুবই আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ও ভারতের পরিবেশ খুব ভাল জানে। আর তার উপর ও যদি ভাল খেলে, ভারত জিতবে,’’ বলে হাসি আবার যোগ করেছেন, ‘‘অস্ট্রেলিয়ার সঙ্গেও ব্যাপারটা এক। স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান। সাধারণত দেখা যায়, ওরা ভাল করলে অস্ট্রেলিয়াও ভাল করে। ওরা ভাল না করলে বাকি ব্যাটসম্যানরা প্রচণ্ড চাপে পড়ে যায়। ভারত চাইবে স্টিভ স্মিথকে যত দ্রুত আউট করতে। কারণ ওরা জানে, স্মিথই টিমটার আসল লোক।’’