Kiara Advani

‘টক্সিক’-এ কিয়ারা, চোখের জল ফেলতে হত বারবার! গর্ভের সন্তানকে কী ভাবে আশ্বস্ত করতেন?

জন্মের আগে ও পরে, সর্বক্ষণ মেয়ে সরায়াহকে নিয়েই যেন ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমতো মেয়ের সঙ্গে কথা বলতেন কিয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ২০:৪০
Share:

অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালার মঞ্চে কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত।

চলতি বছরের ১৫ জুলাই সন্তানের জন্ম দেন কিয়ারা আডবাণী। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে গিয়েছেন তিনি। এমনকি গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে স্ফীতোদর-সহ মেট গালার মঞ্চেও হাজির হয়েছিলেন তিনি। জন্মের আগে ও পরে, সর্বক্ষণ মেয়ে সরায়াহকে নিয়েই যেন ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমতো মেয়ের সঙ্গে কথা বলতেন কিয়ারা।

Advertisement

কিয়ারার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মুক্তি পায় ‘ওয়ার ২’ ছবিটি। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় নাকি দক্ষিণী তারকা যশের সঙ্গে ‘টক্সিক’ ছবির কাজ শুরু করেন তিনি। ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবি। শোনা গিয়েছিল এই ছবিতে কাজ করবেন করিনা কপূর। কিন্তু পরে করিনা সরে দাঁড়ালে কিয়ারাকে চূড়ান্ত করা হয়। কিয়ারা জানান, তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়ের সঙ্গে কথা বলতেন।

কিয়ারার কথায়, ‘‘শুটিংয়ে অনেক সময় আবেগতাড়িত হয়ে পড়তাম। তার পরে ভ্যানিটি ভ্যানে ঢুকে পেটটা ধরে ওকে আশস্ত করতাম যে, তোমার মা একদম ঠিক আছে। গোটাটাই অভিনয়।’’ কিয়ারা জানান, জন্মের পরে মেয়েকে স্নান করানো থেকে তার পরিচর্যা— প্রতিটা সময় ভীষণ উপভোগ করছেন তিনি। যদিও সন্তানজন্মের পরে কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে বিশেষ কোনও অসুবিধে হচ্ছে না বলেই জানান অভিনেত্রী।

Advertisement

অন্য দিকে, সম্প্রতি এই ছবি নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে নির্মাতাদের তরফে। স্বাভাবিক ভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। ফলে নির্মাতারা বিবৃতিতে বলেন, “ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু অনুমানের ভিত্তিতে ছবি সম্পর্কে কোনও তথ্য ছড়াবেন না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement