Kiara Advani

প্রকাশ্যে কিয়ারা ও সিদ্ধার্থের কন্যার নাম! হিব্রু ভাষা থেকে আসা এই নামের অর্থ কী?

কন্যাসন্তান হয়েছে জেনে কিয়ারা ও সিদ্ধার্থের অনুরাগীদের থেকে এসেছিল বেশ কয়েকটি নামের পরামর্শ। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম যোগ করে সন্তানের নাম হবে ‘সিয়ারা’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১১:২৩
Share:

প্রকাশ্যে সিদ-কিয়ারার কন্যার নাম। ছবি: সংগৃহীত।

কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। চলতি বছর ১৫ জুলাই সন্তানের জন্ম দেন কিয়ারা। তার পর থেকে অনুরাগীদের প্রশ্ন ছিল, কন্যাসন্তানের নাম কী রাখলেন তারকাদম্পতি?

Advertisement

কন্যাসন্তান হয়েছে জেনে কিয়ারা ও সিদ্ধার্থের অনুরাগীদের তরফ থেকে এসেছিল বেশ কয়েকটি নামের পরামর্শ। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম যোগ করে সন্তানের নাম হবে ‘সিয়ারা’। আবার কারও পরামর্শ ছিল, সিদ-কিয়ারার সন্তানের আদর্শ নাম হল ‘সিতারা’। এক অনুরাগী লিখেছিলেন, “আমি সিদ্ধার্থ ও কিয়ারার নাম রাখতে চাই ‘সিয়া’। ছোট্ট নাম। কিন্তু খুব সুন্দর।” কিন্তু কিয়ারা ও সিদ্ধার্থ মেয়ের নাম রাখলেন সরায়াহ মলহোত্র।

সমাজমাধ্যমে একরত্তির পায়ের ছবি ভাগ করে নিয়ে সিদ ও কিয়ারা লেখেন, “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ— আমাদের রাজকন্যা।”

Advertisement

সরায়াহ নামের নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না, তা প্রকাশ্যে আনেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই। জানা যাচ্ছে, হিব্রু ভাষায় ‘সারাহ’ নামের অর্থ রাজকন্যা। সেখান থেকেই এই নাম এসেছে বলে অনুমান অনুরাগীদের। তাদের এই নাম বেশ পছন্দ হয়েছে। তবে কন্যার মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারকাদম্পতি।

উল্লেখ্য, ‘শেরশাহ’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তাঁরা। চলতি বছরের মে মাসে ‘মেট গালা’-য় স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। কয়েক দিন পরেই মেলে সুখবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement