অনেক বদলে গিয়েছি এখন, বলছেন বিরাট

অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইটে অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া সাক্ষাৎকারে কোহালি বলেছেন, ‘‘কে কী বলবে, সেই ভেবে আমি কখনও নিজেকে বদলাতে যাইনি। আমি আমার মতো থাকতে চেয়েছি। ভুল করেছি। আবার সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছি। যাত্রাপথে সেই ভুল শুধরে নিয়েছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০৪:৩৪
Share:

এখন অনেক বদলে গিয়েছি বলছেন বিরাট কোহালি।—ছবি রয়টার্স।

নিজের প্রথম অস্ট্রেলিয়া সফরে এসে মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট কোহালি। এ বার অধিনায়ক কোহালি জানাচ্ছেন, তিনি এখন অনেক বদলে গিয়েছেন। কোহালি এও বলছেন, প্রথম অস্ট্রেলিয়া সফরে তিনি জানতেন না কোথায় সীমাটা লঙ্ঘন হতে পারে।

Advertisement

অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইটে অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া সাক্ষাৎকারে কোহালি বলেছেন, ‘‘কে কী বলবে, সেই ভেবে আমি কখনও নিজেকে বদলাতে যাইনি। আমি আমার মতো থাকতে চেয়েছি। ভুল করেছি। আবার সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছি। যাত্রাপথে সেই ভুল শুধরে নিয়েছি।’’ এর পরেই কোহালি বলেছেন, ‘‘তবে গত দু’টো সফরের থেকে আমি এখন অনেক বদলে গিয়েছি। বিশেষ করে প্রথম সফরের থেকে। ওই সফরে সত্যিই আমি খারাপ ছিলাম।’’

২০১১-১২ মরসুমে তাঁর প্রথম অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গে কোহালি আরও বলেন, ‘‘ওই সময় আমি ঠিক জানতাম না সীমাটা কোথায় অতিক্রম করা ঠিক নয়। সে বার যা হয়েছিল, তার জন্য আমি অনুতপ্ত, এটা বলছি না। কিন্তু ভুল অবশ্যই করেছিলাম।’’ এর পরে কোহালি আরও যোগ করেন, ‘‘তবে ভুল করাটাও দরকার ছিল। কারণ ভুল থেকেই আমি শিখতে পেরেছি।’’

Advertisement

আরও পড়ুন: কোহালিদের অর্ধেকও নয় অস্ট্রেলিয়ার এই ব্যাটিং

অনেক প্রাক্তন ক্রিকেটারই বলে থাকেন, কোহালিকে স্লেজ করলে, তাঁর মধ্যে থেকে সেরা খেলাটা বেরিয়ে আসে। তবে কোহালি এখন বলেছেন, তিনি অযথা ঝামেলার মধ্যে যেতে চান না। কোহালির মন্তব্য, ‘‘প্রথম দিকে ব্যক্তিগত লক্ষ্যটা আমার কাছে বড় হয়ে দাঁড়াত। কিন্তু এখন আমি দলের জয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবি না। তাই এখন বিপক্ষের কারও সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে চাই না।’’

আরও পড়ুন: লায়ন বনাম অশ্বিন হয়ে উঠতে পারে অ্যাডিলেড টেস্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন