Sports News

ইতিহাসে আইজল, ভারত পেল নতুন চ্যাম্পিয়ন

ভারতের নতুন আই লিগ চ্যাম্পিয়ন আইজল। জিতেও চ্যাম্পিয়ন হতে পারল না মোহনবাগান। ড্র করে আই লিগকে নতুন চ্যাম্পিয়ন উপহার দিল আইজল এফসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ১৮:৫৪
Share:

মোহনবাগান ২ (কাটসুমি, ডাফি) : চেন্নাই ১ (নন্দ কুমার)

Advertisement

লাজং ১ (দীপান্দা ডিকা) : আইজল ১ (উইলিয়াম লালনুনফেলা)

Advertisement

ম্যাচের সেরা সনি নর্ডি।

ম্যান অফ দ্য ম্যাচ কামো।

৯০+২ মিনিট, সহজ সুযোগ নষ্ট লাজংয়ের।

• ৪ মিনিট অতিরিক্ত সময়।

ফ্রিকিক নষ্ট চেন্নাইয়ের।

বলবন্তকে তুলে গোলকিপার শিবিনরাজকে নামালেন সঞ্জয় সেন।

৮০ মিনিট, রবীন্দ্র সরোবরের মাঠে উত্তেজনা।

• মোহনবাগান গোলকিপার দেবজিৎ মজুমদারের লাল কার্ড।

এগিয়ে গেল মোহনবাগান। জেজের পাস থেকে ড্যারেল ডাফির গোল।

• ৭৭ মিনিট, গোওওওওওওওওওওওওওওওওওওওল....

গোল করে আইজলকে সমতায় ফেরালেন উইলিয়াম লালনুনফেলা।

• ৬৭ মিনিট, গোওওওওওওওওওওওওওওওওওওল....

৬৫ মিনিট, হলুদ কার্ড নীলদর্জি তামাং।

৬৩ মিনিট, হলুদ কার্ড মোহনবাগানের বলবন্ত সিংহর।

৬১ মিনিট, অফ সাইডের জন্য বাতিল আইজলের গোল।

৫৫ মিনিট, আইজলের জয়েশ রানের সহজ সুযোগ নষ্ট।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ভারতের দু’প্রান্তেই।

প্রথমার্ধের খেলা শেষ শিলং ও কলকাতায়।

৪৫+২ মিনিট, প্রথমার্ধের শেষ মিনিটে গোল শোধ কাটসুমির ইউসার।

• গোওওওওওওওওওওওওওওওওওওওওল...

৪৫ মিনিটের খেলা শেষ। আইজল লাজং ম্যাচের অতিরিক্ত সময় তিন মিনিট।

৪৩ মিনিট, পর পর গোলের সুযোগ নষ্ট বলবন্ত সিংহর।

৩৭ মিনিট, কর্নার থেকে কামোর শট গোল লাইন ক্লিয়ার করলেন লাজংয়ের রিডিমের।

ম্যাচের ৩৫ মিনিটে হলুদ কার্ড দেখলেন শেহনাজ সিংহ।

ম্যাচের ৩২ মিনিটে পিছিয়ে গেল মোহনবাগান। চেন্নাইকে এগিয়ে দিলেন নন্দকুমার।

• গোওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওল।

ম্যাচের সহজতম সুযোগ মিস করলেন বলবন্ত সিংহ।

ম্যাচের ২৬ মিনিটে মোহনবাগানের প্রথম খেলোয়াড় পরিবর্তন। ফার্নান্ডেজের জায়গায় মাঠে নামলেন সৌভিক চক্রবর্তী।

ম্যাচের ২৪ মিনিটে হলুদ কার্ড দেখলেন আইজলের ডিফেন্ডার কিঙ্গসলে।

একের পর এক আক্রম আইজলের।

ম্যাচের ১৯ মিনিটে মোহনগাবাগানের হয়ে সহজ সুযোগ হারাল সোনি নর্দি।

১৬ মিনিটের মাথায় মোহনবাগানের গোল রুখে দিল চেন্নাইয়ের গোলরক্ষক কর্ণজিৎ সিংহ।

মোহনবাগান বনাম চেন্নাই ম্যাচ এখনও গোলশূন্য।

ম্যাচের ৯ মিনিটের মাথায় দিপানদাদিকার গোলের এগিয়ে গেল লাজং।

গোওওওওওওওওওওওওওওওওওওল...

৬ মিনিট খেলা হলেও এখনও ম্যাচ গোলশূন্য।

শুরু হয়ে গেল মহারণ।

আই লিগের ফাইনাল ম্যাচ খেলতে নামছে মোহনবাগান ও আইজল এফসি। যদিও দু’দলের প্রতিপক্ষ আলাদা। খেলবে আলাদা ভেন্যুতে। কিন্তু লড়াই হবে একে অপরের বিরুদ্ধে। শিলংয়ে আইজল খেলবে শিলং লাজংয়ের বিরুদ্ধে। কলকাতায় মোহনবাগান খেলবে চেন্নাই সিটির বিরুদ্ধে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন