পুরস্কার অর্থ বাড়ছে আই লিগে

আইএসএলের ধাক্কায় আই লিগও গা ঝাড়া দিয়ে উঠতে শুরু করল।

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ০৩:৫২
Share:

আইএসএলের ধাক্কায় আই লিগও গা ঝাড়া দিয়ে উঠতে শুরু করল। ফেডারেশনের উপর ক্লাবের চাপে বিপণনের কৌশল বদল করার পাশাপাশি বাড়ছে টুর্নামেন্টের পুরস্কার অর্থও। এ বার থেকে আই লিগ চ্যাম্পিয়ন ক্লাব পাবে এক কোটি টাকা। রানার্স পাবে ষাট লাখ। লিগ টেবলের তিন নম্বর দল পাবে চল্লিশ লাখ। ডোপের ব্যাপারেও কড়া হচ্ছেন ফেডারেশন কর্তারা। বহু বছর ধরে চলা দেশের এক নম্বর ফুটবল টুনার্মেন্ট শুরুর আগে এ বার বড় চমক দিতে চাইছে ফেডারেশন। ট্রফি এবং আই লিগের ন’দলের অধিনায়কদের নিয়ে উদ্বোধনী ম্যাচের আগে ফটোসেশন আর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে পাঁচতারা হোটেলে। এবং সেই অনুষ্ঠান হবে কলকাতায়। গত বারের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান এবং আইজল এফসি-র উদ্বোধনী ম্যাচের তিন দিন আগে। ৬ জানুয়ারি। রাজ্য গেমস: ১৮ থেকে ২১ জানুয়ারি হবে রাজ্য গেমস। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই টুনার্মেন্টে মোট ৩৪ ইভেন্টে নামবেন রাজ্যের সেরা ক্রীড়াবিদরা। জাতীয় গেমসে বাংলার ভাল ফল করার জন্যই এই উদ্যোগ বিওএ-র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন