I league

৯ জানুয়ারি থেকে আই লিগ, উদ্বোধনী ম্যাচে মহমেডান

করোনা পরিস্থিতিতে দর্শকহীন স্টেডিয়ামেই হবে ১১ দলের টুর্নামেন্ট। আপাতত সূচি প্রকাশ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ২০:৩২
Share:

আই লিগের প্রথম ম্যাচ হবে যুবভারতীতে।

গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান নেই, নেই ইস্টবেঙ্গলও। অনেকটা ম্রিয়মান হয়েই এ বার আই লিগ শুরু হচ্ছে ৯ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে মহমেডান স্পোর্টিং-এর মুখেমুখি সুদেভা দিল্লি এফসি। এ বারের লিগেই আত্মপ্রকাশ করছে সুদেভা। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ হবে দুপুর ২টোয়।

Advertisement

করোনা পরিস্থিতিতে দর্শকহীন স্টেডিয়ামেই হবে ১১ দলের টুর্নামেন্ট। আপাতত সূচি প্রকাশ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। যুবভারতী ছাড়া খেলা হবে কল্যাণী স্টেডিয়াম এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।

প্রথম দিন আরও ২টি ম্যাচ হবে। পঞ্জাব এফসি ও আইজলের ম্যাচ বিকেল ৪টেয়। তার পরে সন্ধে ৭টায় হবে গোকুলম ও চেন্নাই সিটির খেলা। দুটি ম্যাচই হবে কল্যাণী স্টেডিয়ামে।

Advertisement

আরও পড়ুন: মেসির মানসিক সমস্যা আছে, বলে দিলেন রোনাল্ডোদের কোচ

প্রতিটি দলের খেলোয়াড়, কোচ ও কর্তাদের জৈব সুরক্ষা বলয়ের ভিতরে থেকেই টুর্নামেন্ট খেলতে হবে। বায়ো বাবলের ভিতরে থেকে এ বার খেলতে হচ্ছে আইএসএল-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন