‘কাউকে নকল করি না’

তিনি অজিঙ্ক রাহানে। নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। কাউকে নকল করেন না। সেই রাহানে মুখ খুললেন নিজের উত্থান নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৯:২০
Share:

তিনি অজিঙ্ক রাহানে। নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। কাউকে নকল করেন না। সেই রাহানে মুখ খুললেন নিজের উত্থান নিয়ে।

Advertisement

নিজের ব্যাটিং

আমি আইপিএল-এ যেভাবে ব্যাট করছি তাতে আমি খুশি। কিন্তু সহজ রাস্তায় নিজের ক্ষমতা অনুযায়ী ব্যাট করে যাব। আমি মনে করি না আমার কাউকে নকল করার আছে। আমার নিজস্ব স্টাইল রয়েছে।

Advertisement

পছন্দের ব্যাটিং স্টাইল

সোজা ব্যাটে খেলতে পছন্দ করি। ক্রিকেটের নিয়ম মেনে শট খেললেই কাজে লাগে। আর আমার মনে হয় এতে পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। এটাই আমার মন্ত্র।

শট পরিবর্তন

আমি রোজ শিখি। যেটা আমাকে নতুন নতুন শট খেলতে সাহায্য করে।

মেডিটেশন

আমি রোজ মেডিটেশন করি। যেটা আমার মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। আমি যখন নন-স্ট্রাইকার্স এন্ডে ব্যাট করি তখন বড় নিঃশ্বাস নেই। এটা আমাকে সাহায্য ব্যাটিং ক্ষমতা ধরে রাখতে। আর সঠিক ভাবনা-চিন্তা করা যায়। যেটা কাজে লাগে।

কোচ প্রবীন আমরে

আমার কোচ প্রবীন আমরে আমাকে স্বামী পার্থসারথীর কাছে নিয়ে গিয়েছিলেন। যে আমার জীবনের কোচ। উনি আমার সঙ্গে জীবন নিয়ে কথা বলেছিলেন যেখানে ক্রিকেট ছিল না। ওনার যে কথাটা আমি মেনে চলি সেটা হল, জীবনে যদি কিছু পাওয়ার ইচ্ছে থাকে তাহলে সেটাকে আগে হারাতে হয়। ওটাকে ভুলে যাও আর বেশি ভেব না।

তুলনা অপছন্দ

আমি কখনও তুলনায় বিশ্বাস করি না। আমি দারুণ খুশি বিরাট যেভাবে খেলছে। কিন্তু আমি আগে নিজের খেলা নিয়ে ভাবতে চাই। ও ওর নিজের স্টাইলে ব্যাট করে আমি আমার নিজের মতো। কিন্তু আমাদের লক্ষ্য একটাই। সেটা হল দেশের হয়ে ম্যাচ জেতা।

টার্গেট

আমার কোনও নির্দিষ্ট টার্গেট নেই। আমি এমন একজন মানুষ যে বর্তমানে বাঁচে। আমি অনেক দূর ভাবতে পারি না।

গোলাপি বল

আমার মনে আছে ছ’বছর আগে অস্ট্রেলিয়া কয়েকটি ম্যাচে গোলাপি ও সবুজ বলে খেলেছিলাম। পরীক্ষা-নিরিক্ষার পর্যায়ে ছিল সেটা। সেটাই শেষ গোলাপি বলে খেলা। কিন্তু এখন যদি গোলাপি বলে খেলতে হয় তাহলে তৈরি হওয়ার জন্য সময় দিতে হবে। এটাও দেখতে হবে ভারতীয় পিচে গোলাপি বল কেমন কাজ করে।

আরও খবর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন শুরু মনোজ তিওয়ারির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement