India vs West Indies

ওয়েস্ট ইন্ডিজের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম: অশ্বিন

নিজেদের বানানো পিচ যে এভাবে ধোকা দেবে তা কি আর স্বপ্নেও ভেবেছিলেন ব্রেথওয়েট, ব্রাভোরা? কিন্তু প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও মুখ থুবড়ে পড়তে হল ক্যারিবিয়ানদের। ভারতীয় স্পিনারদের ঝটকায় প্রথম ইনিংসে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ১২:২৮
Share:

ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করে উচ্ছ্বসিত ভারতীয় শিবির। ছবি: এএফপি।

নিজেদের বানানো পিচ যে এভাবে ধোকা দেবে তা কি আর স্বপ্নেও ভেবেছিলেন ব্রেথওয়েট, ব্রাভোরা? কিন্তু প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও মুখ থুবড়ে পড়তে হল ক্যারিবিয়ানদের। ভারতীয় স্পিনারদের ঝটকায় প্রথম ইনিংসে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনই পড়ল ১১ উইকেট। অশ্বিনের পাঁচ উইকেটের জাদুতে ১৯৬ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। যার ফলে পরে ব্যাটিং নিয়েও প্রথম দিনই ব্যাট হাতে নেমে পড়তে হল কোহালি অ্যান্ড ব্রিগেডকে। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত এক উইকেট হারিয়ে তুলে নিল ১২৬ রান।

Advertisement

ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন লোকেশ রাহুল ও শিখর ধবন। মাত্র ২৭ রান করে প্যাভেলিয়নে ফিরে যান ধবন। তার পর লোকেশের সঙ্গে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যেতে ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা। ৭৫ রানে লোকেশ রাহুল ও ১৮ রানে পূজারা এই মুহূর্তে ক্রিজে রয়েছেন। ভারতের একমাত্র উইকেটটি নেন রোস্টন চেস। যদিও প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন ভারতের এই মুহূর্তের সফলতম বোলার। অশ্বিন বলেন, ‘‘আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যখন ওরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল। যখন বিরাট টসের আগে ইঙ্গিত দিয়েই রেখেছিল টস জিতলে প্রথমে ফিল্ডিং নেবে ভারত। আশা করি আমরা ভাল ব্যাট করতে পারব।কিন্তু ওদের যা ব্যাটিম ক্ষমতা তাতে এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। শুরুতেই যে কারণে পর পর তিন উইকেট চলে গিয়েছিল ওদের।’’

মাত্র সাত রানে তিন উইকেট তুলে নিয়েছিল ভারত। এর পর ক্যারিবিয়ান ব্যাটিংয়ের হাল ধরেন মার্লন স্যামুয়েলস ও জেরেমি ব্ল্যাকউড। লাঞ্চের আগে এই পার্টনারশিপ ভাঙেন অশ্বিনই। আর তার পরটা আবার ইতিহাস। আবারও পাঁচ উইকেট। পাঁচ উইকেট শিকার করার রেকর্ড করে ফেললেন অশ্বিন। বলেন, ‘‘সকলেই যখন ক্রিকেট খেলতে শুরু করে তখন একটা স্বপ্ন থাকে এমন কিছু করার যেটা আগে কেউ করেনি বা করতে পারবে না। আমি সেটা করতে পেরে খুশি। আমি সকলের থেকে বেটার। কিন্তু প্রতিদিন নিজের উন্নতি করতে হয়। পরিবর্তন খুব প্রয়োজন। কিন্তু কাল একটা নতুন দিন।’’ নিজের সাফল্যের পাশাপাশি লোকেশ রাহুলের প্রশংসা করতেও ভুললেন না অশ্বিন। বলেন, ‘‘ওর দুই দেশে দুটো টেস্ট সেঞ্চুরি আছে। ওকে আমি ব্যাটিং মেশিন বলে ডাকি। যেরকমই অবস্থা হোক না কেন ওর ব্যাট কথা বলে।’’ দ্বিতীয় দিন পুরো ব্যাট করার লক্ষ্য নিয়েই নামবে ভারত। লোকেশ রাহুলের সামনে সেঞ্চুরির হাতছানি।

Advertisement

আরও খবর

সাবাইনা পার্কেও অশ্বিন-ঘূর্ণি, রেকর্ডের দিকে ছুটছে ভারত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন